চাকরি চুরিই থিম কলকাতার সরস্বতী পুজোয়, তিনটি ভাগে হবে প্রদর্শনী! বিশেষ আকর্ষণ ‘অপা”

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনীতি এখন তুঙ্গে। এই অনিয়ম তুলে ধরার চেষ্টায়, কলকাতার নারকেলডাঙ্গা (Narkeldanga) এলাকার একজন সংগঠক এবার সরস্বতী পূজার (Saraswati Puja) থিম (Theme) হিসাবে “স্কুলের চাকরি কেলেঙ্কারি” তৈরী করেছেন। বিদ্যার দেবী সরস্বতী পূজা এই বছর, আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে।

শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের আয়োজক কমিটির অন্যতম প্রধান কর্তা বিশ্বজিৎ সরকার বলেন যে রাজ্যে স্কুলের চাকরি নিয়ে যেভাবে ব্যবসা চলছে বা চাকরি বিক্রি করা হচ্ছে তা তাঁরা তিনটি ভাগে দেখাতে চলেছেন। প্রথম অংশে, তাঁরা দেখাবেন যে কীভাবে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর সহযোগী অর্পিতা মুখার্জি দেবী সরস্বতীকে বিক্রি করেছিলেন বা চাকরি নিয়ে ছেলেখেলা করেছিলেন। তাঁর ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকারও বেশী টাকা কীভাবে উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি শিক্ষা দফতরের একাধিক আধিকারিক এবং প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগে কয়েকজন মধ্যস্থতাকারীকে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কীভাবে গ্রেপ্তার করেছিল। বিশ্বজিৎ আরও বলেন, “দ্বিতীয় অংশে আমরা দেখাবো চাকরিপ্রার্থীরা স্কুলে স্বচ্ছ নিয়োগের জন্য আন্দোলন কীভাবে চালাচ্ছেন। শেষ অংশে দুটি খাঁচা থাকবে যার একটিতে তালাবদ্ধ বই এবং অন্যটিতে দেবী থাকবেন।”

kol puja

বিশ্বজিতের ছোট ভাই অভিজিৎ সরকার, একজন বিজেপি কর্মী ছিলেন। ২রা মে, ২০২১-এ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ভোট-পরবর্তী সহিংসতার সময় কথিতভাবে নিহত হন। বিশ্বজিৎ সরকারের দাবী, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। তিনি সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর