আতঙ্কবাদীদের খোঁজ মিলছে না, UNSC তে দাবি পাকিস্তান সরকারের

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানে থেকেই দিনের পর দিন প্রাণ নাশক ছক কষে গেছেন বহু জঙ্গি। আর এর মধ্যেই তারা অনেক ক্ষেত্রে এমন কার্যকলাপ চালিয়েছে তার সাথে যুক্ত ছিলো খাস পাক প্রশাসনের অনেক লোক। আর এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পাকিস্তানে বসবাসকারী ১৩০ জন জঙ্গির তালিকা পাকিস্তান সরকারের হাতে তুলে দিয়েছে।

আর এর মধ্যে নাকি মাত্র ১৯ জঙ্গিকেই খুঁজে পাওয়া গিয়েছে।আর তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার কথা বলা হয়েছিলো খোদ ইমরান খানের সরকারকে। তবে একশো তিরিশ জনের মধ্যে মাত্র উনিশ জনকে পেলেও বাকিরা কোথায় সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর তাদের নাকি এই মুহূর্তে কোনো হদিশ মিলছে না বা তাদের খুঁজে বেরিয়ে করাও বেশি মুশকিল বলে জানিয়েছেন ইমরান খান।

imran khan sad 1024x576 1

আপাতত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে এমনই তথ্য জানিয়েছে পাকিস্তান এর সরকার। তার মধ্যে এখন করোনা থাবায় দেশের সব জায়গায় চলছে লক ডাউন। নিরাপত্তা পরিষদের দেওয়া জঙ্গিদের নাম আর জন্ম তারিখ কিছুই ঠিক নেই।আর এই সমস্যার জন্যে তাদের খুঁজে পেতে মুশকিল হচ্ছে বলে জানা গেছে। উনিশ জনের যে তালিকা পাওয়া গিয়েছে তার মধ্যে ভারতে ২৬/১১-এর মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ এর নামও রয়েছে। কিন্তু বাকিদের এখনো পাওয়ার যাচ্ছে না। কিন্তু তারা হয়তো পাকিস্তানের মাটিতেই কোথাও গান ঢাকা দিয়েছে বা লুকিয়ে আছে বলে ধারণা রাষ্ট্রসংঘের।

এর মধ্যেই আবার পাকিস্তান জানিয়েছে, তাদের পরিচয় নাম বয়স সব আত্ম গোপন করে রাখার কারণেই তাদের ধরা যায়না। তাদের খুঁজে বাড়ি করতেও খুবই মুশকিল হয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর