রাষ্ট্রসংঘের শ্রেষ্ঠত্বের সম্মানে আবারও বাংলা, মমতা ব্যানার্জীর এই দুই প্রকল্প হল সেরা

বাংলাহান্ট ডেস্ক: আবারও বাংলার (West bengal) মুকুটে সেরার পালক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) হাত ধরে আবারও বাংলা পেল রাষ্ট্রসংঘের শ্রেষ্ঠত্বের সম্মান। কন্যাশ্রী প্রকল্পর পর এবার সেরার আসনে বাংলার আরও দুই প্রকল্প- সবুজ সাথী এবং উত্কর্ষ বাংলা।

কিভাবে হল এই প্রতিযোগিতা?
গত ৭ ই সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সংস্থা World summit on the information society এই ফলাফল ঘোষণা করেছিল। ১৬০টি দেশের ১৬ হাজার প্রকল্প এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই সকল দেশের সমস্ত প্রকল্পকে পেছনে ফেলে সবার আগে সেরার স্থান দখল করে নিল বাংলার দুই প্রকল্প।

20200909 185553

সবুজ সাথী প্রকল্প
শেষ কয়েক বছর ধরে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বাংলার ছাত্রছাত্রীরা সাইকেল পাচ্ছে। এই সাইকল দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের সঠিক সময়ে স্কুলে যেতে সাহায্য করছে। এমনকি বর্তমানে সময়ে করোনা আবহের মধ্যেও ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি সবুজ সাথী প্রকল্পের সাইকেল পৌঁছে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি বাংলাতেও সাইকেল কারখানা গড়ে তোলার চিন্তা ভাবনাও করছেন।

উত্কর্ষ বাংলা
আবার এদিকে উত্কর্ষ বাংলার বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ যুবক-যুবতীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে। এমনকি নতুন কোর্স করে নতুন কাজের সন্ধানও মিলছে এর মাধ্যমে।

mamata banerjee 8

বাংলার সম্মান
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্পও ইতিমধ্যেই কয়েকবছর আগে রাষ্ট্রসংঘ থেকে সেরার সম্মান আদায় করে নিয়েছিল। তবে বিগত বছরও বাংলার সবুজ সাথী এবং উত্কর্ষ বাংলা সেরার আসন লাভ করেছিল। সেই ধারা অব্যাহত রেখে এবারও মিলল সেই সেরার তাজ।


Smita Hari

সম্পর্কিত খবর