পড়ুয়াদের মন ভালো রাখতে নতুন উদ্যোগ, সৌদির সব বিশ্ববিদ্যালয়ে শেখানো হবে যোগচর্চা

বাংলাহান্ট ডেস্ক : পড়ুয়াদের শারীরিক ও মানসিকভাবে আরও সতেজ করে তুলতে নতুন উদ্যোগ নিচ্ছে সৌদির বিশ্ববিদ্যালয় (University)। এবার থেকে সৌদি আরবের (Saudi Arabia) বিশ্ববিদ্যালয়গুলিতে প্রদান করা হবে যোগ চর্চার পাঠ। সৌদি যোগ কমিটির সভাপতি নওফ আল-মারওয়াই জানিয়েছেন, যোগ চর্চার প্রসার ও প্রচারের জন্য আগামী কয়েক মাসে দেশের সব কটি বড় বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হতে চলেছে।

নিয়মিত যোগ চর্চা (Yoga) প্রত্যেকটি মানুষকে শারীরিক ও মানসিকভাবে আরও সতেজ করে তোলে। এই প্রসঙ্গে মারওয়াই বলেছেন, “যোগ চর্চা শুধু নয়, আমাদের লক্ষ্য স্থানীয়, অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক- সবক্ষেত্রে ২০৩০ সালের মধ্যে দেশের পড়ুয়াদের যোগ চর্চায় যোগদান বৃদ্ধি করা।” অনেকের ধারণা আছে যোগ চর্চা মানেই শুধুমাত্র ধ্যান।

কিন্তু সেই ধারণা যে অমূলক সেই ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, “শরীরচর্চার সাথে যুক্ত গোটা দেহের পেশি সঞ্চালন, শ্বাস-প্রশ্বাসের ছন্দ, বিভিন্ন ধরনের দেহ ভঙ্গিমা। এরপর ধ্যান ও যোগনিদ্রা।” মারওয়াই জানান, এই কমিটি পড়ুয়াদের মধ্যে যোগের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি লুকিয়ে থাকা প্রতিভারও অন্বেষণ করবে।

yoga

ফ্রি হ্যান্ডস, যোগ বা জিম সব দেশেই খুব পরিচিত। কিন্তু এই ধরনের শরীরচর্চার জন্য পড়তে হয় আঁটোসাটো পোশাক। সৌদি আরবের মত রক্ষণশীল দেশে রয়েছে পোশাক সম্বন্ধে হাজারো বিধি নিষেধ। কিন্তু পুরনো ধর্মীয় গোঁড়ামি ভেঙে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলি এবার শুরু করতে চলেছে এক নতুন অধ্যায়। সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর