অভুক্ত ভল্লুক, মন্দিরে লকডাউন তাই প্রসাদও জুটছে না, খাবারের খোঁজ ডাস্টবিনে

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনে (lockdown) অভুক্ত থাকবে না কেউ। কোভিড-১৯ মোকাবিলায় লকডাউন ঘোষণার পরে এমনটাই বলা হয়েছিল কেন্দ্রের তরফ। কিন্তু সে তো শুধু মানুষের জন্য আশ্বাস। এই সময়ে পশু পাখিদেরও ভারি সমস্যা চলছে। কোথাও কোথাও অনেকে সেজন্য এগিয়ে এসেছেন ঠিক তবু সবটা হচ্ছে না। এমনই এক ভিডিও (vedio) সম্প্রতি সামনে এসেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ছত্তিশগড়ের (Chhattisgarh) একটি মন্দিরের ডাস্টবিন হাতড়ে খাবার খুঁজছে একটি ভল্লুক, কিছুটা দূরে আরও একটি। ভল্লুকের এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছিলেন মধ্যপ্রদেশের বন বিভাগের আধিকারিক অর্পিত মিশ্র। মিনিট দুয়েকের ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, এই মন্দিরে আসা ভক্তরা যে প্রসাদ দেয় তার উপরই নির্ভরশীল এই ভল্লুকরা। কিন্তু লকডাউনের ফলে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ। মন্দিরে কোনওরকম হয়েতো পুজোটুকু হয়। জনসমাবেশ নিষিদ্ধ হওয়ায় ভক্তরা আসেন না। ফলে ভল্লুকগুলির খাবার নেই। কিছু খাবার যদি মেলে এই আশায় ডাস্টবিনে খুঁজতে বাধ্য হচ্ছে ওরা।

lockdown 1

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ভল্লুক বারবার মাটিতে রাখা ডাস্টবিনে ধাক্কা মারছে, বোঝাই যাচ্ছে খাবারের খোঁজ করছে। এই ভিডিও পোস্ট করার সময়ে অর্পিত মিশ্র লেখেন, “মন্দিরগুলি বন্ধ হয়ে যাওয়ায়, ভক্তদের দেওয়া খাবার এবং প্রসাদের উপর নির্ভরশীল শ্লথ ভাল্লুক এখন রেগে গিয়েছে, এবং মন্দিরের আশেপাশে ডাস্টবিনে খাবারের সন্ধান করছে।”

সম্পর্কিত খবর