বাংলা হান্ট ডেস্ক: করোনা( Covid 19)পরিস্থিতিতে ক্রিকেটাররাও যে অসহায় সেটা সামনে চলে এলো। করোনা আক্রান্ত ২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক উন্মুক্ত চন্দের( Unmukt Chand)মা ও কাকা। করোনা আক্রান্ত মা ও কাকার জন্য সোশ্যাল মিডিয়ায় ওষুধের খোঁজ করেন উন্মুক্ত। তাঁকে সাহায্য করলেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। স্বভাবতই ভারতের এই প্রাক্তন ওপেনারকে ধন্যবাদ জানালেন উন্মুক্ত।
Immediately require Remdesevir vials for my mother and uncle who are suffering from Covid 19. Kindly send leads ASAP pic.twitter.com/VqepVzfcPH
— Unmukt Chand (@UnmuktChand9) April 17, 2021
https://platform.twitter.com/widgets.js
যত দিন এগোচ্ছে ততই ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে দেশের করোনা পরিস্থিতি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দুই পরিসংখ্যানেই প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। মহারাষ্ট্রের পর দিল্লির অবস্থাও ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। একইসঙ্গে ঘাটতি দেখা দিচ্ছে ওষুধেরও। শোনা যাচ্ছে এই ওষুধ নিয়ে রীতিমতো কালোবাজারি চলছে বিভিন্ন জায়গায়।
এমন পরিস্থতিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক টুইটারে পোস্ট করেন, ‘আমার মা ও কাকা করোনা আক্রান্ত। অবিলম্বে আমার রেমডিসিভির প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আমাকে সাহায্য করুন।’ সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে এগিয়ে আসেন ভারতকে করা বিশ্বকাপ জেতানো গৌতম গম্ভীর। বর্তমানে দিল্লির বিজেপি সাংসদ গম্ভীর। উন্মুক্ত চাঁদকে জীবনদায়ী ওষুধের ব্যবস্থা করে দেন তিনি। দিল্লির সতীর্থ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য গম্ভীরকে ধন্যবাদ জানিয়েছেন উন্মুক্ত। তবে এই প্রথম নয়, এর আগে বিভিন্ন সময় বিপন্ন মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছেন গম্ভীর। যে কারণে বিশ্বকাপজয়ী তারকার ভূয়সী প্রসংশা করেছেন নেটিজেনরা।