উন্নাওয়ে মর্মান্তিক ঘটনা! বিষক্রিয়ায় মৃত্যু দুই কিশোরীর, একজন লড়ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের উন্নাও জেলার অসোহা থানা এলাকার ববুরহা জঙ্গলে ঘাস কাটতে যাওয়া তিনজন কিশোরীর মধ্যে দুজনের সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে। আরও একজন কিশোরী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রাজ্যের বিরোধী দলগুলো চিকিৎসাধীন ওই কিশোরকে এয়ারলিফট করিয়ে দিল্লীর AIIMS এ অ্যাডমিট করার দাবি করেছে।

উন্নাওয়ের অসোহা থানা এলাকায় থেকে এই মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। অসোহা থানার অন্তর্গত পাঠকপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ববুরহার জঙ্গলে দুপুর ৩টে নাগাদ তিনজন কিশোরী বাড়ির তৃণভোজী পশুদের খাবারের জন্য ঘাস কাটতে গিয়েছিল। বিকেল গরিয়ে সন্ধ্যে হয়ে যাওয়ার পর তাঁরা বাড়িতে না ফেরায় পরিজনেরা খোঁজাখুঁজি শুরু করে।

পরিজনেরা জানান, তিনজনকে জঙ্গলের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তিনজনের অবস্থাই তখন শোচনীয় ছিল। এরপর পরিজনেরা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ওই কিশোরীদের। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করে। আরেক কিশোরীকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর অবস্থা শোচনীয় হওয়ায় ডাক্তাররা তাঁকে কানপুরের হাসপাতালে রেফার করে।

পুলিশ জানিয়েছে যে, তাঁদের শরীরে ধর্ষণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে মেডিক্যাল চেক-আপ এর পরেই সত্য জানা যাবে। তবে পুলিশ বিষক্রিয়ার কথা স্বীকার করেছে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর