৬০,০০০ টাকায় ব্যবসা শুরু! ২ বছরেই ৩০ কোটির টার্নওভার, চমকে দেবে তেলেঙ্গানার এই যুবকের কাহিনি

Published on:

Published on:

Unnat Reddy's Success Story will amaze you.

বাংলাহান্ট ডেস্ক: হায়দরাবাদের তরুণ উদ্যোক্তা উন্নত রেড্ডির গল্প যেন রূপকথার মতো (Success Story)। মাত্র ৬০ হাজার টাকা বিনিয়োগ করে তিনি দুই বছরের মধ্যেই গড়ে তুলেছেন ৩০ কোটি টাকার টার্নওভার করা একটি সফল সংস্থা। তাঁর কোম্পানির নাম ফ্র্যাকস্পেস (Fracspace)। এটি একটি প্রপ-টেক স্টার্টআপ, যা মূলত কো-ওনারশিপ মডেলের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য দামি প্রপার্টি কেনা সহজ করে তুলছে। উন্নতের লক্ষ্য ছিল মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে থাকা সম্পত্তিকে সবার জন্য সুলভ ও সম্ভব করে তোলা।

উন্নতের সফলতার কাহিনী (Success Story)

উন্নত রেড্ডির যাত্রা শুরু হয়েছিল খুব অল্প বয়সেই। মাত্র ১৬ বছর বয়সে তিনি কর্মজীবনে পা রাখেন। হসপিটালিটি থেকে রিয়েল এস্টেট—বিভিন্ন ক্ষেত্রেই কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই পরে তাঁকে ভিন্ন পথে হাঁটার সাহস জোগায়। অবশেষে ২০২২ সালে তিনি নিজের উদ্যোগে শুরু করেন ফ্র্যাকস্পেস। শুরুর পুঁজি ছিল মাত্র ৬০ হাজার টাকা। প্রথমদিকে ঝুঁকি অনেক থাকলেও তাঁর ধারণা এতটাই অভিনব ছিল যে দ্রুতই তা বাজারে গ্রহণযোগ্যতা পায় (Success Story)।

আরও পড়ুন:GST উৎসবের প্রথম দিনেই বাজিমাত অটো সেক্টরে! গাড়ি বিক্রির নয়া রেকর্ড মারুতি-হুন্ডাই-টাটার

ফ্র্যাকস্পেসের কো-ওনারশিপ মডেলটি বেশ অভিনব। এই মডেলের মাধ্যমে একাধিক বিনিয়োগকারী মিলে একসাথে কোনো প্রপার্টি কিনতে পারেন। প্রত্যেকে প্রপার্টির অংশীদার হন এবং পরবর্তীতে ভাড়া বা রিটার্ন থেকেও লাভ পান। অর্থাৎ, যেসব মধ্যবিত্ত পরিবার একা একা দামী ফ্ল্যাট বা বাণিজ্যিক প্রপার্টি কেনার সামর্থ্য রাখতেন না, তারা একাধিক বিনিয়োগকারীর সঙ্গে মিলে অংশীদার হয়ে নিজেদের স্বপ্নপূরণ করতে পারছেন। উন্নতের এই মডেল সাধারণ মানুষের কাছে যেমন আকর্ষণীয় হয়ে উঠেছে, তেমনি বিনিয়োগকারীরাও এতে নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন (Success Story)।

তাঁর স্টার্টআপ শুরুর কিছুদিনের মধ্যেই প্রথম বড় সুযোগ আসে। উন্নত রেড্ডি ১০ লাখ টাকার প্রাথমিক বিনিয়োগ পান একদল বিনিয়োগকারীর কাছ থেকে। এই বিনিয়োগ তাঁকে শুধু অর্থনৈতিকভাবে নয়, মানসিকভাবেও দৃঢ় করে তোলে। তখনই তিনি স্থির করেন যে কর্পোরেট চাকরি ছেড়ে সম্পূর্ণ মনোযোগ দেবেন নিজের উদ্যোগে। ঝুঁকি থাকলেও তাঁর আত্মবিশ্বাস এবং পরিকল্পনা তাঁকে সঠিক পথে এগিয়ে দেয় (Success Story)।

Unnat Reddy's Success Story will amaze you.

আরও পড়ুন: “আমাদের কাছে ভারত গুরুত্বপূর্ণ”, জয়শংকরের সঙ্গে বৈঠকের পর কী জানালেন মার্কিন বিদেশ সচিব?

আজ মাত্র দুই বছরের মাথায় ফ্র্যাকস্পেসের বার্ষিক টার্নওভার ৩০ কোটি টাকা ছুঁয়েছে। মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী দামে প্রপার্টি কেনার সুযোগ তৈরি করা থেকে শুরু করে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি—প্রতিটি দিকেই এই সংস্থা নজর কেড়েছে। উন্নত রেড্ডির এই সাফল্যের কাহিনি (Success Story) শুধু তরুণ উদ্যোক্তাদের নয়, বরং স্বপ্নপূরণের জন্য সংগ্রামরত প্রতিটি মানুষের কাছে এক অনুপ্রেরণা ।

এই গল্প প্রমাণ করে, সঠিক দৃষ্টি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং অটল পরিশ্রম থাকলে স্বল্প পুঁজিতেও গড়ে তোলা যায় বড় ব্যবসা (Success Story)। উন্নত রেড্ডির ফ্র্যাকস্পেস আজ প্রমাণ করেছে যে স্বপ্ন সত্যি করাই সম্ভব, যদি কেউ সাহস নিয়ে প্রথম পদক্ষেপ নিতে পারেন।