১ বলে ১৮ রান! KKR তারকার দলের বিরুদ্ধে এই লজ্জাজনক কীর্তি, বিশ্ব ক্রিকেটে প্রথমবার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই এই মরশুমে ব্যাট হাতে নারায়ণ জগদীশনকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখেছেন। এর আগে ধোনির চেন্নাই সুপার কিংস দলের অংশ থাকা এই ক্রিকেটার কলকাতার জার্সিতে খুব একটা সফল হতে পারেননি এই মরশুমে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কয়েকটি ভালো ইনিংস খেললেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থতাই তার সঙ্গী হয়েছে।

তবে বর্তমানে তিনি তামিলনাড়ু প্রিমিয়ার লিগ বা টিএনপিএলে চিপক সুপার জায়ান্টস দলের অধিনায়কত্বের দায়িত্ব রয়েছেন। তার দল প্রথম ম্যাচে সালেম স্পার্টান্সকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে। নারায়ণের দলের এই দুর্দান্ত জয়ের দিনে একটি এমন ঘটনা ঘটেছে যা বিশ্ব ক্রিকেটে আগে হয়তো দেখা যায়নি।

টস জয়ের পর কেকেআর তারকা নিজের দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠান। তিনি নিজে ২৭ বলে ৩৫ রানের একটি ইনিংস খেলেন। তার দল ২০০ রানের গণ্ডি অতিক্রম করে সহজেই। কিন্তু তাদের ব্যাটিংয়ের সময় ইনিংসের শেষ বলে একটি ঘটনা ঘটেছে যা বিশ্ব ক্রিকেটে আগে ঘটেছে কিনা সেটা কেউই আপাতত মনে করতে পারছেন না।

সালেমের ওই ম্যাচের সেরা বোলার অভিষেক তানোয়ারকে শেষ ওভারের দায়িত্ব দেওয়া হয়েছিল। নিজের প্রথম তিন ওভারে কৃপন বোলিংই করেছিলেন অভিষেক। কিন্তু ওই ইনিংসের শেষ বলটি করতে গিয়ে ঘটে বিপত্তি। ওই এক বলে ১৮ রান দিয়ে বসেন অভিষেক। এর ফলে তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-৪৪-১। এক বলেই ভাগ্য বদলে যায় তার।

শেষ বলটি করতে এসে তিনি প্রথম চেষ্টায় ব্যাটিং করতে থাকা সঞ্জয় যাদবকে ইয়র্কারে বোল্ড করেন। কিন্তু আম্পায়ার জানায় যে তিনি নো বল করেছেন। এরপর ব‍্যাটার ফ্রি হিটটিকে গ্যালারিতে পাঠিয়ে দেন। কিন্তু দেখা যায় সেই বলটিও নো বল হয়েছে। তৃতীয় চেষ্টায় ব্যাটার সিঙ্গেল নেন। কিন্তু আম্পায়ার জানেন যে টানা তৃতীয়বারের চেষ্টাতেও তিনি নো বল করেছেন। এরপর অভিষেক চতুর্থ চেষ্টায় একটি ওয়াইড বল করেন। ফলে রান বেড়েই যেতে থাকে। এরপর অবশ্যই সে পঞ্চম চেষ্টায় একটি লিগাল ডেলিভারি করেন অফিসে কিন্তু সেই বলটি কেউ গ্যালারিতে ফেলে দেন ব্যাটার। দেখা যায় শেষ বলেই ১৮ রান দেওয়ায় চিপক সুপার জায়েন্টসদের স্কোর পৌঁছেছে ২১৭ অবধি। এই রান তাড়া করতে নেমে সালেম ১৬৫ রানের বেশি তুলতে পারেনি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর