বাংলাহান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে বিগ বস (bigg boss) অনুরাগীদের। আগামীকাল, ৩রা অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস সিজন ১৪। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে অবশেষে। করোনা আবহের মধ্যেও শুরু হচ্ছে এই বহু প্রতীক্ষিত বিতর্কিত টেলিভিশন রিয়েলিটি শো।
অন্যান্য বারের মতো এবারেও বিগ বসের ঘর সেজে উঠেছে ডিজাইনার তথা ফিল্মমেকার ওমঙ্গ কুমারের ডিজাইনে। তবে এবার করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখেই সবকিছু সাজানো হয়েছে বিগ বসের ঘরে।
তবে অন্যান্য বারের থেকে এবারের সাজসজ্জা, বিলাস বাহুল্য অনেক বেশি। দর্শকদের নজর কাড়ার জন্য আরো বেশি ঢেলে সাজানো হয়েছে এবারের বিগ বসের ঘর।
প্রবেশপথ দিয়ে ঢুকেই পড়বে বিরাট লিভিং এরিয়া। বিগ বসের ঘরের সিগনেচার লম্বা সোফা এবারেও থাকছে। তবে দূরত্ববিধি মেনেই সেখানে বসা হবে।
সুবিশাল লিভিং রুমের একদিকে রয়েছে কিচেন কাম ডাইনিং। বিরাট ডাইনিং টেবিল রয়েছে এবারেও। কিন্তু গত বছরে প্রতিযোগীদের বিবাদে ডাইনিং টেবিলে একসঙ্গে বসে খেতে দেখা যায়নি। এবারে কি হতে চলেছে সেটাই দেখার।
বিরাট বেডরুমে এবারে রয়েছে গেরুয়া ও গোলাপির আধিক্য। সেই সঙ্গে ঘরের মাঝে এবারে শোভা পাচ্ছে একটি রঙদার কাউচ।
অন্যান্য বারের মতো এবারেও টিম ক্যাপ্টেন পাচ্ছে বিশেষ সুযোগ সুবিধা। তার জন্য থাকছে আলাদা বেডরুম।
অন্যান্য ঘরের মতো বিগ বসের বাথরুমও নজর কাড়া। পাশাপাশি রয়েছে বসে আরাম করার মতো সুন্দর জায়গা।
এছাড়াও এবারে বিগ বসের ঘরে রয়েছে ডিজাইনার জিনিসে ঠাসা মল, স্পা, স্পেস শিপ থিয়েটার ইত্যাদি।
প্রতিবারের মতো এবারেও কনফেশন রুম থাকছে প্রতিযোগীদের জন্য। এখানে বিগ বসের সঙ্গে মন খুলে কথা বলতে পারবেন তারা।
জানা গিয়েছে, এবারে গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে হবে শুটিং। নিজের বাড়ি থেকেই শুটিংয়ে আসবেন সলমন। প্রতি সপ্তাহে স্টুডিওতে উপস্থিত হয়ে শুটিং করবেন সলমন।