বাংলাহান্ট ডেস্ক: ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ (Besharam Rang) মুক্তি পেয়েছে বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু বিতর্ক এখনো বন্ধ হয়নি আর খুব শিগগির বন্ধ হবে বলে মনেও হয় না। ছবির দ্বিতীয় গানও মুক্তি পেয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যে প্রকাশ্যে আসতে চলেছে ট্রেলারও। কিন্তু সমাজের একাংশ এখনো আটকে বেশরম রঙ-এই। এবার উত্তর প্রদেশের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফে আর্জি জানানো হল, সোশ্যাল মিডিয়া থেকে যেন বেশরম রঙ গানটি সরিয়ে দেওয়া হয়।
শিশু কিশোরদের মনে কুপ্রভাব পড়ছে, এমনি দাবি তুলে বেশরম রঙ গান সহ অন্যান্য অশ্লীল কনটেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হোক। এমনি দাবি তুলে উত্তর প্রদেশ পুলিসের ডিরেক্টর জেনারেলকে লিখিত বার্তা দেওয়া হয়েছে। অবিলম্বে বিতর্কিত গানটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
জানা যাচ্ছে, ২০১৫ র কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন আইনের আওতায় বেশরম রঙ সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফে। এই মর্মে একটি লিখিত বার্তা পাঠানো হয়েছে উত্তর প্রদেশের ডিজিপিকে।
সেখানে লেখা হয়েছে, উত্তর প্রদেশ সরকারের তরফে কিশোরদের পড়াশোনায় সুবিধার জন্য স্মার্টফোন দেওয়া হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় উপলব্ধ বিভিন্ন ধরণের কনটেন্ট দেখা থেকে তাদের আটকে রাখা সম্ভব নয়। নেটমাধ্যমে অশ্লীল বিষয় খুব সহজেই পাওয়া যায়। এতে কিশোরদের মনে খারাপ প্রভাব পড়ে। তাই সোশ্যাল মিডিয়া থেকে এসব কনটেন্ট সরিয়ে ফেলা উচিত, বক্তব্য ওয়েলফেয়ার কমিটির।
উল্লেখ্য, বেশরম রঙ বিতর্কের জেরে সেন্সর বোর্ডের উপরেও চাপ বাড়ছে। ইতিমধ্যেই বোর্ডের বর্তমান চেয়ারপার্সন প্রসূন যোশীর তরফে বেশরম রঙ এর অশ্লীল দৃশ্যগুলি বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দীপিকার বিতর্কিত গেরুয়া বিকিনির দৃশ্যও। তবে বিতর্ক নিয়ে এখনো টুঁ শব্দটিও করেননি শাহরুখ।