বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী সরকার (Yogi Government) জম্মু কাশ্মীরের হান্দওয়ারায় (Handwara) জঙ্গিদের সাথে এনকাউন্টারে শহীদ হওয়া কর্নেল আশুতোষ শর্মার (Colonel Ashutosh Sharma) পরিবারকে ৫০ লক্ষ টাকার আর এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করল। এই কথা জানায়, উত্তর প্রদেশের আপার মুখ্য সচিব অবনীশ কুমার অবস্থি।
Chief Minister Yogi Adityanath has directed to provide Rs 50 lakhs as compensation to next of kin of Colonel Ashutosh Sharma who lost his life in Handwara (J&K) encounter & govt job to one of his family members: Additional Chief Secretary (Home) Awanish Awasthi pic.twitter.com/HUUam1s4hy
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 3, 2020
আপনাদের জানিয়ে দিই কর্নেল আশুতোশ শর্মা উত্তর প্রদেশের বুলেন্দশহর জেলার খানপুর থানা এলাকার বাসিন্দা। কর্নেলের শহীদ হওয়ার খবর পাওয়ার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হান্দওয়ারায় কর্নেল আশুতোষের সাথে এক মেজর আর পাঁচ সেনা জওয়ান শহীদ হয়েছেন। আধিকারিকরা জানান, হান্দওয়ারার চঞ্জি মোহল্লা এলাকায়া হওয়া এই এনকাউন্টারে দুই জঙ্গিকেও নিকেশ করা হয়েছে। এই এলাকা উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার অন্তর্ভুক্ত।
জঙ্গিরা ওই এলাকায় এক কাশ্মীরি পরিবারকে বন্ধক বানিয়ে রেখেছিল। আর সেই পরিবারকে বন্দি মুক্ত করতে সেনা সংযুক্ত অভিযান চালায়। এই অভিযানে পাঁচ সেনা জওয়ান শহীদ হন।