লেখাপড়া হবে আরও মজাদার, বাচ্চাদের পড়াশোনা নিয়ে বড় সিদ্ধান্ত যোগী সরকারের

বাংলা হান্ট ডেস্ক: বাচ্ছাদের পড়াশোনার ধরন আরও মজাদার, আরও গ্রহণযোগ্য করে তুলতে বড় সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এবার থেকে উত্তরপ্রদেশের সকল সরকারি প্রাইমারী স্কুলে সপ্তাহে একদিন ‘নো ব্যাগ ডে’ পালন করা হবে। অর্থাৎ ওইদিন শিশুরা পিঠে ব্যাগ না নিয়েই স্কুলে যাবে। বাচ্চারা যাতে মজার ছলে পড়াশোনা করতে পারে এবং তাদের উপর মানসিক চাপের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই ‘নো ব্যাগ ডে’তে বাচ্চারা সপ্তাহে একদিন ব্যাগের বোঝা ছাড়াই স্কুলে যাবে। সেখানে স্পোর্টস ও নানা মজার খেলার মাধ্যমেই তাদের শিক্ষার পাঠ দেওয়া হবে। গত সপ্তাহে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মার সভাপতিত্বে এক বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে স্কুলে স্কুলে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।

ওই বৈঠকে এই ‘নো ব্যাগ ডে’ নিয়ে একটি প্রেজেন্টেশন দেন শিশু বিকাশ ও পুষ্টি বিভাগের ডিরেক্টর ডঃ সরিকা মোহন। সেখানেই প্রি-প্রাইমারী লেভেল থেকেই বাচ্চাদের আরও মজাদার উপায়ে শিক্ষা দেওয়ার কথা বলেন তিনি। এর পাশাপাশি, প্রাইমারী স্তরে সপ্তাহে একদিন সরকারি স্কুলে ‘নো ব্যাগ ডে’ পালনের কথাও বলেন তিনি। এছাড়া, উচ্চশিক্ষাতেও কিছু পরিবর্তন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় খসড়া তৈরি করতে বলেন উপ মুখ্যমন্ত্রী।

এছাড়া, টেকনিক্যাল স্টুডেন্টদেড় আরও ফেসিলিটি দেওয়ার প্রস্তাবও গৃহীত হয় ওই বৈঠকে। বর্তমানে আইটিআই, পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য ইউ-রাইজ বলে একটি ওয়েবসাইট রয়েছে সে রাজ্যে। সেখানে তারা কর্মসংস্থান সম্পর্কিত সব তথ্য পান। এছাড়া কোনও কলেজে ভর্তি, ফি প্রদান ও পরীক্ষাও অনলাইনে দেওয়ার ব্যবস্থা রয়েছে উত্তরপ্রদেশে।

সম্পর্কিত খবর