সনাতনীদের সঙ্গে এমন আচরণ? বীরভূমে দিনভর আটকে রাখা হল উত্তর প্রদেশের শিব ভক্তদের গাড়ি, দেওয়া হয়নি জলটুকুও

Published on:

Published on:

UP Hindu pilgrims stopped in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু শ্রাবণ মাস। এই পবিত্র মাসে ভক্তরা (Hindu pilgrims) দেশের নানা প্রান্ত থেকে শিবের মাথায় জল ঢালতে রওনা হন। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে একদল তীর্থযাত্রী বাসে করে পশ্চিমবঙ্গে আসছিলেন মহাদেবের পূজার উদ্দেশ্যে। সেই বাস ডালখোলা চেকপোস্টে আটকায় প্রশাসন। অভিযোগ, বাসটির কাগজ ‘নকল’ বলে দাবি করে MVI আধিকারিকরা। অথচ সেই কাগজপত্র রাজ্যেরই অন্য এক দফতর থেকে দেওয়া হয়েছে।

‘নকল চালান’ অজুহাত, আটকে রাখা হল ভক্তদের (Hindu pilgrims)

ডালখোলা চেকপোস্টে ‘নকল চালান’-এর অভিযোগ তুলে তাদের প্রথমে হয়রান করা হয়। এরপর মল্লারপুরে বাসটিকে আটকানো হয় এবং তীর্থযাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করা হয় বলে অভিযোগ। তীর্থযাত্রীদের বাসে থাকা এক বৃদ্ধা বলেন, “মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন রাস্তাতেই আটকে। জল ঢালতে পারব তো?” দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও তাঁদের ছাড়ার কোনও ব্যবস্থা হয়নি।

হিন্দু ভাবাবেগে আঘাত? ক্ষোভ ধর্মীয় মহলে

এই ঘটনার পর থেকেই ধর্মীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, একদিকে সরকার ধর্মনিরপেক্ষতার কথা বলে, অন্যদিকে হিন্দু তীর্থযাত্রীদের (Hindu Pilgrims) সঙ্গে এমন ব্যবহার কেন? শিবভক্তদের জলঢালার মতো একটি আবেগপূর্ণ ধর্মীয় কাজে বাঁধা দেওয়া কি উদ্দেশ্যপ্রণোদিত? ধর্মীয় সংগঠনগুলি বলছে, “যে কাগজ রাজ্য সরকারই দিয়েছে, সেই কাগজ নকল বলেই কি শিবভক্তদের অপমান করতে হবে।

UP Hindu pilgrims stopped in Bengal

আরও পড়ুনঃ ব্যাচমেট বলে ক্লিনচিট বিনীতকে!অভয়ার আইনজীবীর অভিযোগে বিস্ফোরক মন্তব্য কুণালের

শুধু কাগজপত্রের অজুহাতে মল্লারপুরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে বাসটি। কোনও পরিষ্কার ব্যাখ্যা নেই প্রশাসনের তরফে। তীর্থযাত্রীদের কারও শরীর অসুস্থ, কেউ আবার অনাহারে রয়েছেন। এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দু সনাতন সমাজের অনেকেই। প্রশ্ন, “এই বাংলায় হিন্দু ধর্মাবলম্বীদের কি বারবার লাঞ্ছনার মুখে পড়তেই হবে?”