ভোট পেতে ১০০ কেজি রসগোল্লা বিলি প্রার্থীর! হাতেনাতে ধরল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশ পুলিশ এক গ্রাম পঞ্চায়েত প্রার্থীর কাছ থেকে ১০০ কেজি রসগোল্লা বাজেয়াপ্ত করেছে। প্রার্থী এই রসগোল্লা ভোটারদের বিলি করার জন্য কিনেছিল। উত্তর প্রদেশের আমরোহায় ১৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন হতে চলেছে। প্রার্থীর থেকে এত পরিমাণে রসগোল্লা উদ্ধার করার পর পুলিশ প্রার্থী সোহনবীর আর তাঁর আত্মীয়র বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের মামলা দায়ের করেছে এবং প্রার্থীকে গ্রেফতার করেছে।

rogogolla
প্রতীকী ছবি

অমরোহার SP সুনীতি বলেন, ‘পুলিশ হসনপুর এলাকা থেকে প্রায় ১০০ কেজি রসগোল্লা উদ্ধার করেছে আর পোরারা গ্রাম থেকে সোহনবীরকে গ্রেফতার করেছে। তিনি গ্রাম প্রধান পদের প্রার্থী। ওনার আত্মীয় চন্দ্র সেন আপাতত পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

এসপি বলেন, ‘স্বাধীন আর নিরপেক্ষ ভোট সুনিশ্চিত করার জন্য পুলিশ আর জেলা প্রশাসন হাই অ্যালার্টে আছে। আমরা সেই প্রার্থীদের উপর কড়া নজর রাখছি যারা ভোটারদের মন জয় করতে মদ, চিকেন আর মিষ্টি বিলি করছেন।”


Koushik Dutta

সম্পর্কিত খবর