পরিযায়ী শ্রমিকদের বাস নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতাকে তুলে নিয়ে গেল যোগী পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : উত্তর প্রদেশে (Uttarpradesh) বাস পাঠানোর বিষয় নিয়ে ইতিমধ্যেই নানা সমস্যা শুরু হয়েছে ।এই ঘটনার পর  মঙ্গলবার উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির চেয়ারম্যান অজয় ​​কুমার লাল্লু তার সমর্থকদের সাথে আগ্রা জেলার নিকটবর্তী সীমান্তে উপস্থিত হন।  সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এই নিয়ে দফায় দফায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনেক রাজনৈতিক জলঘোলা হয় ।

IMG 20200520 WA0056

রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে 

কংগ্রেস জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন করেছিলেন, তাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই পাল্টা উত্তর দেন।  কর্মীদের পক্ষে তিনি কংগ্রেস দলকেও প্রশ্ন করেছেন।এদিন বাস সময় মতন না পৌঁছানোর ফলে যোগী সরকার জিজ্ঞেস করেন  বর্ডারে বাস কোথায়?  আর সেই প্রশ্নের উত্তরেও প্রিয়াঙ্কা গান্ধী জানান বাস পৌঁছাতে দেরি হবে। কিন্তু বাস আসবে।
ইউপি সরকার সীমা নির্ধারণ করেছে। এরপর যোগীকে বলা হয় আপনি যদি চান তবে এই বাসগুলিতে বিজেপির ব্যানার লাগান, দয়া করে আপনার পোস্টারগুলি লাগান তবে আমাদের পরিষেবা প্রত্যাখ্যান করবেন না। এই রাজনৈতিক জগতে নষ্ট হয়েছে তিন দিন। এই তিন দিনে আমাদের অনেক দেশবাসী  রাস্তায় হাঁটতে হাঁটতে মারা যাচ্ছেন ”

প্রিয়াঙ্কা গান্ধীর টুইট 

অন্য একটি টুইটে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন – “ইউপি সরকারের নিজস্ব বক্তব্য যে আমাদের ১০৪৯টি  বাসের মধ্যে ৮৭৯ টি বাস পৌঁছেছে।  আপনাদের প্রশাসন উচ্চ নাগলা সীমান্তে আমাদের ৫০০ শতাধিক বাসকে কয়েক ঘন্টা ধরে থামিয়ে দেওয়া হয়েছে । এখানে, ৩০০ এরও বেশি বাস দিল্লি সীমান্তে পৌঁছেছে। দয়া করে এই ৮৭৯ টি বাস চালাতে দিন। “প্রিয়াঙ্কা গান্ধী আরো বলেছিলেন – “আমরা আপনাকে আগামীকাল দুশো বাসের একটি নতুন তালিকা সরবরাহ করব।”


সম্পর্কিত খবর