এ কী কান্ড! স্কুলে বসে প্রিন্সিপাল করছেন ফেসিয়াল! ধরা পড়েতেই কামড়ে দিলেন শিক্ষিকাকেই

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে স্কুলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। কখনো শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে পড়ুয়াদের মারধোর করার অভিযোগ উঠে, আবার কখনো অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন স্কুলের বিরুদ্ধে। তবে এবার স্কুলের মধ্যেই ফেসিয়াল করার অভিযোগ উঠল প্রিন্সিপালের বিরুদ্ধে।

কিন্তু এখানেই শেষ নয়, ধরা পড়ার পর ওই প্রিন্সিপাল কামড় বসালেন এক শিক্ষিকার গায়ে। উত্তর প্রদেশের এক প্রাথমিক স্কুলে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, উত্তর প্রদেশের উন্নাও জেলার এক়টি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা স্কুল টাইমে মিড ডে মিলের রান্নাঘরে বসে ফেসিয়াল করাচ্ছিলেন। প্রিন্সিপালের এই কাজে ক্ষিপ্ত হয়ে যান অ্যাসিস্টেন্ট শিক্ষিকা অনম খান।

আরোও পড়ুন : ঘন্টা পড়লেই খেতে হবে জল! পড়ুয়াদের সুস্থ রাখতে এবার বাঁকুড়ার স্কুলে বাজবে ‘ওয়াটার বেল’

তিনি এই ঘটনার ভিডিও রেকর্ড করতে শুরু করেন।অনম খানকে ভিডিও করতে দেখে প্রধান শিক্ষিকা তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। অনম খান এরপর দৌড় লাগালে তাকে ধাওয়া করতে থাকেন প্রধান শিক্ষিকা। অভিযোগ প্রধান শিক্ষিকা মারধর করেন অনম খানকে এবং কামড়েও দেন। এরপর খবর যায় পুলিশের কাছে।

পুলিশের কাছে সহকারি শিক্ষিকা প্রধান শিক্ষিকার ফেসিয়াল করানোর ভিডিও জমা দিয়েছেন। অভিযোগ সামনে আসার পর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন বেলক এডুকেশন অফিসার। আশ্বাস দেওয়া হয়েছে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর