বাংলা হান্ট ডেস্কঃ আগেই শোনা গিয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুতোয় পা গলাতে চলেছেন নীল ভট্টাচার্য। জি বাংলার পর্দায় ‘অমর সঙ্গী’ আসছে একথা অনেকেই জানতেন। অবশেষে প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রথম ঝলক। নীলের বিপরীতে এই সিরিয়ালে (Bengali Serial) নায়িকা হিসেবে দেখা যাবে স্টার জলসার ‘গুড্ডি’ অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে।
‘অমর সঙ্গী’ ধারাবাহিকের (Bengali Serial) প্রথম ঝলক
‘কৃষ্ণকলি’র পর ফের এই মেগার হাত ধরে জি বাংলার (Zee Bangla) পর্দায় ফিরছেন নীল। আগেরবার জুটি বেঁধেছিলেন তিয়াশা লেপচার সঙ্গে। এবার দেখা যাবে শ্যামৌপ্তির নায়কের চরিত্রে। এই বিষয়ে এক সংবাদমাধ্যমের কাছে অভিনেতা বলেন, ‘আমি এই প্রোজেক্টটা নিয়ে ভীষণ উত্তেজিত। যেমন আইকনিক নাম, তেমন গল্প। চরিত্রটার সঙ্গে সুবিচার করতে পারব আশা করছি’।
ধারাবাহিকে তাঁর চরিত্র কেমন হবে সেই বিষয়ে কিছু খোলসা করেননি নীল। তবে জানা যাচ্ছে, আদ্যোপান্ত প্রেমের গল্প হতে চলেছে ‘অমর সঙ্গী’ (Amor Songi)। শনিবার জি বাংলার তরফ থেকে সিরিয়ালের প্রথম মোশন পোস্টার শেয়ার করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে শহর কলকাতা আর সামনে লেখা ‘অমর সঙ্গী’।
আরও পড়ুনঃ ছোটবেলাতেই অনাথ! ‘পর্ণা’ অভিনেত্রী পল্লবী কতদূর পড়াশোনা করেছেন জানেন?
প্রসেনজিতের এনআইডিয়াজ ক্রিয়েশনের এই মেগার শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বুম্বাদার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কিনা জিজ্ঞেস করায় নীল (Neel Bhattacharya) বলেন, ‘এখনও এই নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই নিয়ে মিটিং করার পরিকল্পনা হচ্ছে। বুম্বাদার সঙ্গে কবে দেখা হয় তার অপেক্ষা করছি। যাতে কিছু টিপস নিতে পারি’।
নতুন সহ অভিনেত্রী শ্যামৌপ্তির সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্বন্ধে নীল বলেন, ‘ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালোলাগছে। দু’জনের টিউনিং খুব ভালো। আমরা এনজয় করে কাজ করছি। রসায়ন নিয়ে তো দর্শকরা কথা বলবেন’। ‘অমর সঙ্গী’র প্রথম ঝলক শেয়ার করা হলেও ধারাবাহিক (Bengali Serial) সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, আগস্ট মাস থেকে সম্প্রচারিত হবে এই সিরিয়াল। কোন স্লটে দেওয়া হয় সেটাই এখন দেখার।