বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে ফের একবার শঙ্কার কথা শোনাল হাওয়া অফিস। উত্তর আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আগামী ২৯ শে সেপ্টেম্বর। এরপর সেই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে ৩০শে সেপ্টেম্বর। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে এই সিস্টেম।
হাওয়া অফিসের পূর্বাভাস ক্রমশ এই ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে উঠবে। তবে শেষ পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেই ব্যাপারে কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের কিছু জেলায় অক্টোবরের প্রথম দিকে এই ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরোও পড়ুন : রিচার্জ করুন ৯৯ টাকার আর পেয়ে যান দুর্দান্ত সুবিধা! নয়া অফার নিয়ে হাজির Airtel
অপরদিকে আগামী ২৫ শে সেপ্টেম্বর থেকে বিদায় নিতে শুরু করবে বর্ষা। আজও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আরোও পড়ুন : লক্ষ্য দেশসেবা! হেলায় ছেড়েছেন NASA’র চাকরি, UPSC পরীক্ষায় বাজিমাত অনুকৃতি শর্মার
হাওয়া অফিস আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করেছে হলুদ সর্তকতা। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী দুদিন রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা।
পাশাপাশি আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়িতে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ির জন্য। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও।