বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আর মাত্র গোনা কিছুদিন বাকি। তারপরই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এ বছর সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে পুজো শুরু। সেই সময় টানা ছুটি (Government Holiday) মিলবে। স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই বন্ধ থাকবে। তবে তার আগে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর সামনে এল। এবার বিশ্বকর্মা পুজোতেও মিলবে ছুটি! বুধবার এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নয়া ছুটির ঘোষণা রাজ্যে | Government Holiday
বুধবার জলপাইগুড়িতে এক প্রশাসনিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবার থেকে রাজ্যে বিশ্বকর্মা পুজোতেও (Vishwakarma Puja) ছুটি থাকবে। সরকারি ছুটির ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে এই ছুটি দেওয়া হচ্ছে।
সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা
পুজোর মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে থাকবে একাধিক ছুটি। শনিবার ও রবিবার বেশ কয়েকদিন ব্যাঙ্কও বন্ধ থাকবে। এই মাসেই রয়েছে বিশ্বকর্মা পুজো, মহালয়া, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর মতো দিনগুলি। ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার রয়েছে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো থেকেই উৎসব শুরু।
পুজোর ছুটি
এ বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, এবারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
জানা যাচ্ছে, পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলবে।
আরও পড়ুন: হুট করে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে! ভ্যাপসা গরম কী কমবে? আজকের আবহাওয়ার খবর
জেনে রাখুন: চলতি বছরে ৮টি ছুটির দিন পড়েছে শনিবার বা রবিবার। এর মধ্যে অনেক গুলো ছুটি ইতিমধ্যেই পার হয়েছে। এরপর ২০২৫ সালে মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় সরকারি কর্মীরা বাড়তি ছুটি মিলবে না।