বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয় সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দুবাই এয়ার শো-তে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। সেখানে প্রদর্শনীর সময়ে দুর্ঘটনার সম্মুখীন হয় ভারতের তেজস বিমান (Tejas Jet Crashes)। ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনী এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে। যেখানে বলা হয়েছে যে দুবাই এয়ার শোতে ভারতীয় বিমান বাহিনীর একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছে। উপস্থিত জনতার সামনে প্রদর্শনীর সময়ে বিমানে দুর্ঘটনাটি ঘটে। এদিকে, পাইলট বিমান থেকে বেরিয়ে এসেছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
প্রদর্শনীর সময়ে দুর্ঘটনার সম্মুখীন হয় ভারতের তেজস বিমান (Tejas Jet Crashes):
শুক্রবার দুপুরে দুবাই এয়ার শোতে ডেমনস্ট্রেশন ফ্লাইটের সময়ে তেজস যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। স্থানীয় সময় দুপুর ২:১০ মিনিটে দর্শকদের জন্য পারফর্ম করার সময় বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হয় ঘটে। প্রদর্শনী থামানোর পর বিমানবন্দর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
An IAF Tejas aircraft met with an accident during an aerial display at Dubai Air Show, today. The pilot sustained fatal injuries in the accident.
IAF deeply regrets the loss of life and stands firmly with the bereaved family in this time of grief.
A court of inquiry is being…
— Indian Air Force (@IAF_MCC) November 21, 2025
এদিকে, এই প্রদর্শনী দেখতে প্রচুর দর্শক জড়ো হয়েছিলেন। দুর্ঘটনার পরপরই ইমারজেন্সি কটিম ঘটনাস্থলে পৌঁছে ভিড় সরিয়ে দেয়। সেখানে প্রচুর সংখ্যক শিশুও ছিল। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে দুবাই এয়ার শো চলাকালীন ভারতীয় বিমান বাহিনীর একটি তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। পাইলটের অবস্থা নির্ধারণ করা হচ্ছে।
আরও পড়ুন: জল্পনার অবসান! দ্বিতীয় টেস্টের আগে শুভমান গিলকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট
তেজস এমকে১ তেল লিক সম্পর্কে সত্যতা যাচাই: জানিয়ে রাখি যে, গতকাল দুবাই এয়ার শো-র একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছিল যে তেজাস এমকে১ থেকে তেল লিক করছে। তবে, পিআইবি ফ্যাক্ট চেক এটিকে ভুয়ো বলেছে। পিআইবি ফ্যাক্ট চেক বলেছে, “বেশ কিছু প্রোপাগান্ডা অ্যাকাউন্ট ভিডিও শেয়ার করছে। যেখানে দাবি করা হচ্ছে যে ২০২৫ সালের দুবাই এয়ার শোতে একটি ভারতীয় এলসিএ তেজাস এমকে১ থেকে তেল লিক করছে।”
Several propaganda accounts are circulating videos claiming that at the #DubaiAirshow 2025, the Indian LCA #Tejas Mk1 suffered an oil leakage.#PIBFactCheck
✅These claims are #Fake.
✅The videos show routine, intentional draining of condensed water from the aircraft’s… pic.twitter.com/k4oQThqtA3
— PIB Fact Check (@PIBFactCheck) November 20, 2025
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ বঙ্গের একাধিক জেলা! প্রাণ বাঁচাতে বহুতল থেকে বেরিয়ে এলেন বাসিন্দারা
পিআইবি ফ্যাক্ট চেক অনুসারে, কনডেন্সড জল নির্গমনের দাবিটিও ভুয়ো। পিআইবি ফ্যাক্ট চেক আরও বলেছে, এই অ্যাকাউন্টগুলি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বর্ণনা ছড়াচ্ছে। যাতে ভিত্তিহীন প্রচারের মাধ্যমে ফাইটারের প্রমাণিত প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা ক্ষুণ্ন করা যায়।












