বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস ছিল, নিম্নচাপের জেরে বৃষ্টি জারি থাকা বৃষ্টির প্রভাব শুক্রবার থেকেই কমতে শুরু করবে। আর সেই মতই বৃহস্পতিবার গোটা দিন বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে। শহরতলির কিছু কিছু জায়গা জলমগ্ন হয়ে থাকলেও, ধীরে ধীরে সেই জল নিষ্কাশনের ব্যবস্থাও শুরু হয়ে গেছে।
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘলা আকাশ সম্ভাবনা ছিল। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে দেখা গিয়েছে গোটা দিন জুড়েই।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
হাওয়া অফিস জানিয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘনীভূত হওয়া নিম্নচাপ ক্রমশই পশ্চিমের দিকে সরে যাচ্ছে। যার ফলে আজ থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেওঘরের কাছাকাছি নিম্নচাপটি অবস্থান করায় বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় জারী করা হয়েছিল কমলা সতর্কতা। পাশাপাশি বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে।
আবার শনিবার থেকে কিছুটা উল্টো চিত্র দেখা যেতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কারণে জারী করা হয়েছে কমলা, হলুদ সতর্কতা। রবিবার থেকে হতে পারে আবহাওয়ার উন্নতি।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘলা এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।