বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর জোর দিয়েছিল ‘ডিজিটাল ইন্ডিয়াতে।’ ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম একটি উৎকৃষ্ট ফসল হল ইউপিআই। ইউপিআই (Unified Payments Interface) লেনদেনের ফলে পিছনে পড়ে গিয়েছে জনপ্রিয় ডেবিট-ক্রেডিট কার্ড সিস্টেমও।
পাড়ার চায়ের দোকান হোক কিংবা ফাইভ স্টার হোটেল, সব জায়গাতেই এখন ইউপিআই এর মাধ্যমে লেনদেন সম্ভব। তবে নগদ টাকা তোলার জন্য আমাদের ভরসা রাখতে হয় ব্যাংকের উপর কিংবা এটিএম কাউন্টারের উপর। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলা যায় না।
তবে রিজার্ভ ব্যাংক এবার ইউপিআই মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার সুবিধা করে দিচ্ছে। সাথে কার্ড না থাকলেও, স্মার্টফোনের মাধ্যমে আপনারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন। RBI সূত্রে খবর, ইউপিআই এটিএম কাউন্টার চালু করা হবে গোটা ভারতবর্ষ জুড়ে। আর পাঁচটা এটিএম কাউন্টারের মতোই দেখতে এই ইউপিআই এটিএম কাউন্টার।
এখান থেকে টাকা তোলার জন্য প্রয়োজন হবে না ডেবিট বা ক্রেডিট কার্ডের। মেশিনের সামনে নিজের স্মার্টফোন থেকে কিউআর স্ক্যান করেই তোলা যাবে টাকা। যেকোনো ব্যাংকের এটিএম কাউন্টার থেকেই এই টাকা তোলা যাবে। ভারত কার্ড-বিহীন ইউপিআই এটিএম পরিষেবা চালু করছে একটি জাপানি সংস্থার সাথে হাত মিলিয়ে।
এই সংস্থা পরীক্ষামূলকভাবে ইউপিআই এটিএম কাউন্টার গত সেপ্টেম্বর মাসে চালু করে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে এই মেশিন। এবার সাধারণ জনগণের জন্য গোটা দেশ জুড়ে এই পরিষেবা চালু হচ্ছে। এই পরিষেবা চালু হয়ে গেলে আর সাথে করে ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে ঘুরতে হবে না। স্মার্টফোন সাথে থাকলেই এবার তোলা যাবে নগদ টাকা।