আর দরকার নেই ATM কার্ডের, এবার মোবাইল ফোনের মাধ্যমেই তোলা যাবে টাকা

বাংলাহান্ট ডেস্ক : এটিএম থেকে টাকা তুলতে এখন আর দরকার পড়বে না এটিএম বা ডেবিট কার্ডের। শুধুমাত্র ইউপিআই পিনের মাধ্যমেই এবার তোলা সম্ভব হবে নগদ টাকা। গ্রাহক নিরাপত্তা বাড়াতে এবং এটিএম সংক্রান্ত আর্থিক জালিয়াতির ঘটনা এড়াতে এবার এমন সিদ্ধান্তই নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সম্প্রতি কয়েক বছরে লকডাউন,করোনা ইত্যাদির জেরে অতিমাত্রায় বেরে গিয়েছে ডিজিট্যাল লেনদেন। একই সঙ্গে কমছে ব্যাঙ্ক বা এটিএমএ যাওয়ার প্রবণতাও। আর এই ডিজিট্যাল লেনদেনকে অস্ত্র করেন আর্থিক জালিয়াতি চালাচ্ছে দুষ্কৃতিরা। এবার গ্রাহক নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে কার্ড ছাড়াই টাকা তোলার ব্যবস্থা সমস্ত ব্যাঙ্কের জন্য খুলে দিচ্ছে আরবিআই।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্ণর শক্তিকান্ত দাস বলেন, ‘এই কার্ড ছাড়াই টাকা তোলার জন্য ব্যবহারকারীদের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস(UPI) পিন ব্যবহার করতে হবে। ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে নথিভুক্ত করে টাকা তোলার আবেদন করলেন একটি পিন চলে আসবে মোবাইলে। সেই পিনটির মাধ্যমেই তোলা যাবে টাকা।’ উল্লেখ্য, এতদিন কেবল বড় কিছু ব্যাঙ্কই তাদের গ্রাহকদের এই সুবিধা দিত। এবার সমস্ত ব্যাঙ্কের জন্য এই পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল আরবিআই।

এই নতুন পদ্ধতি চালু হলে কার্ডের ব্যবহার না হওয়ায় এটিএম কার্ড ক্লোন বা স্কিমিং করে প্রতারণার সম্ভাবনা বহুলাংশে কমবে বলেই দাবি বিশেষজ্ঞদের। এই সংক্রান্ত সমস্ত নিয়মাবলি ব্যাঙ্ক এবং এটিএম সংস্থাগুলি পাঠানো হবে বলেই জানিয়েছে ইউপিআই পরিচালন কর্তৃপক্ষ এনপিসিআই।

যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধী শিবিরও। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালার দাবি, ‘দেশ জুড়ে চড়া মূল্যবৃদ্ধি এবং মন্দার বাজারে সব অ্যাকাউন্টে যে টাকা থাকবে তা আরবিআই কী করে আশা করে?’ যদিও বিষয়টিকে প্রযুক্তিগত দিক থেকে ভালো বলে স্বীকার করেছে তারা। উল্লেখ্য, কংগ্রেসের এই কটাক্ষের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্থমন্ত্রী এবং আরবিআই এর তরফে।

ad

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর