বাংলাহান্ট ডেস্ক : বলিউড গীতিকার জাভেদ আখতারকে (Javed Akhtar) উর্দু অ্যাকাডেমির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু বিতর্ক। ওই অনুষ্ঠানে জাভেদকে (Javed Akhtar) আমন্ত্রণ জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের। কট্টরপন্থীদের আপত্তির জেরে আপাতত অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে বলে খবর।
জাভেদ আখতারকে (Javed Akhtar) নিয়ে আপত্তি উর্দু অ্যাকাডেমির অভ্যন্তরে
জানা গিয়েছে, ১ লা সেপ্টেম্বর কলা মন্দিরে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল রাজ্য সরকার নিয়ন্ত্রিত উর্দু অ্যাকাডেমির। সেখানেই আমন্ত্রিত ছিলেন জাভেদ (Javed Akhtar)। সূত্রের খবর, বলিউড গীতিকারকে নিয়ে উর্দু অ্যাকাডেমির অভ্যন্তরেই অসন্তোষ তৈরি হয় একাংশের। জমিয়েতে উলামায়ে হিন্দ এর মতো কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলি মূলত আপত্তি প্রকাশ করে বলে খবর।
কেন স্থগিত হল অনুষ্ঠান: সূত্রের খবর, কট্টরপন্থীদের দাবি, জাভেদ আখতার (Javed Akhtar) ইসলামকে সমর্থন করেন না। এই অভিযোগ তুলেই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মৌলবাদী সংগঠন গুলি। তারপরেই উর্দু অ্যাকাডেমির তরফে বিবৃতি দিয়ে এদিনের অনুষ্ঠান স্থগিত রাখার কথা জানানো হয়। অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে উর্দু অ্যাকাডেমির তরফে। তবে অন্দররের গুঞ্জন, ইসলামিক সংগঠনগুলির আপত্তির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন : ‘বিজেপি সেনাকে ব্যবহার করছে’, ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙতেই মেয়ো রোডে চড়া সুর মমতার
কী অভিযোগ জাভেদের বিরুদ্ধে: উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে রয়েছে ভোট। আর সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ আসে শাসক দলে। তাই নির্বাচনের আগে সরকার তাদের চটাতে চাইছে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই ঘটনায় সরকারের উদ্দেশে কটাক্ষ করেছে বিরোধীরাও।
আরও পড়ুন : ভারত-চিন-রাশিয়ার বন্ধুত্বেই ভীত শরিফ? SCO সম্মেলনে সুর নরম করে জানালেন “আমরা শান্তপ্রিয়”
বিষয়টি নিয়ে মুখ খোলেন আপত্তি প্রকাশ করা জমিয়তে উলামায়ে হিন্দ এর সম্পাদক জিল্লুর রহমান আরিফ। তাঁর কথায়, অনুষ্ঠানে জাভেদ আখতারের আমন্ত্রণ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে মতভেদ তৈরি হচ্ছিল। তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।