আর জামাকাপড় ছেঁড়া ফ‍্যাশন নয়, জিনত আমানের গানের রিমেকে দুর্দান্ত নেচে তাক লাগিয়ে দিলেন উরফি

বাংলাহান্ট ডেস্ক: উরফি জাভেদ (Urfi Javed), নামটা বছর খানেক আগে পর্যন্তও অনেকেরই অজানা ছিল। একাধিক সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। সোশ‍্যাল মিডিয়াতেও সক্রিয়তা কম ছিল না। তবুও প্রচারে তেমন আসতে পারেননি উরফি। তাঁর ভাগ‍্যের শিকে ছেঁড়ে বিগ বস OTT তে। পোশাক ধার করে বিগ বসে গিয়ে কয়েক দিনেই বাদ হয়ে যান উরফি। কিন্তু ওটাই ছিল তাঁর ঘুরে দাঁড়ানোর সুযোগ।

অভিনয় নয়, ফ‍্যাশনকেই কেরিয়ার বানানোর লক্ষ‍্য করে নেন তিনি। তারপর থেকে শুরু হয় তাঁর পরীক্ষা নিরীক্ষা। উরফির জামাকাপড়ের ধরণ দেখে পদে পদে বিষম খান নেটিজেনরা। ধেয়ে আসে কটাক্ষ, সমালোচনার ঝড়‌। এমনকি এও শুনতে হয় তাঁকে, এখন আর কোনো কাজ পাচ্ছেন না। তাই এভাবেই চালাতে হচ্ছে।

urfi javed as
সেইসব নিন্দুকদের উদ্দেশে এবার সপাট জবাব দিলেন উরফি। নতুন মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে তাঁর। গানটি অবশ‍্য পুরনোই। লতা মঙ্গেশকরের গাওয়া ‘রোটি কাপড়া অউর মকান’ ছবিতে জিনত আমানের উপরে চিত্রায়িত ‘হায় হায় ইয়ে মজবুরি’ গানটির রিমেক ভার্সনে দেখা গিয়েছে উরফিকে।

দুদিন আগেই শুটের সময়কার কিছু ছবি এবং গানের টিজার ভিডিও শেয়ার করেছিলেন উরফি। জিনত আমানের গানের রিমেকে উরফিকে কতটা যথাযথ লাগবে? যোগ‍্য বিচার তিনি করতে পারবেন তো? এমনি সব প্রশ্ন তুলছিলেন নেটিজেনরা। ভিডিও প্রকাশ‍্যে আসতে বাস্তবিকই হতবাক সকলে।

Urfi scaled
কমেন্ট বক্স উপচে পড়ছে উরফির প্রশংসায়। কেউ লিখেছেন, বেশিরভাগ স্টার কিডদের থেকে উরফি বেশি ভাল এক্সপ্রেশন দেন। কেউ আবার তাঁর নাচের প্রশংসায় পঞ্চমুখ। শেষমেষ নিজের যোগ‍্যতা দেখানোর সুযোগ পেলেন তিনি, খুশি উরফি ভক্তরা।

https://www.instagram.com/reel/CjkGh8MvjIG/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, আসল গানটি ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোটি কাপড়া অউর মকান’ ছবির। সে সময়ও ব‍্যাপক হিট হয়েছিল গানটি। ছবিতে জিনত আমান ছাড়াও ছিলেন মনোজ কুমার, অমিতাভ বচ্চন, শশী কাপুরের মতো অভিনেতা অভিনেত্রীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর