বাংলাহান্ট ডেস্ক: বড়সড় বিপদে পড়লেন উরফি জাভেদ (Urfi Javed)। সাম্প্রতিক এক মিউজিক ভিডিওর জন্য আইনি ঝামেলায় জড়ালেন তিনি। অশ্লীলতার দায়ে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে উরফির বিরুদ্ধে। ‘হায় হায় ইয়ে মজবুরি’ গানের অফিশিয়াল রিমেক ভার্সনে সম্প্রতি দেখা মিলেছে উরফির। যৌন উত্তেজক ছবি বা ভিডিও প্রকাশ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
লতা মঙ্গেশকরের গাওয়া ‘রোটি কাপড়া অউর মকান’ ছবিতে জিনত আমানের উপরে চিত্রায়িত ‘হায় হায় ইয়ে মজবুরি’ গানটির রিমেক ভার্সনে দেখা গিয়েছে উরফিকে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিওটি। সেখানে নিজস্ব অবতারেই দেখা গিয়েছে উরফিকে।
কখনো লাল শাড়ি আর নাম মাত্র ব্লাউজে বৃষ্টিতে ভিজেছেন, কখনো বা স্বল্প পোশাকে লাস্যময়ী ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে তাঁকে। গানটির রিমেক ভার্সন তিনি নিজের ক্যারিশ্মায় হিট করিয়ে দিলেও দর্শকদের অনেকেই এতটা বাড়াবাড়ি ভালভাবে নেননি। ফলতঃ মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই আইনি গেরোয় উরফি।
জানা যাচ্ছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দিল্লির ঊক থানায় অভিযোগ দায়ের করেছেন উরফির বিরুদ্ধে। ‘স্বল্প পোশাক’ পরে বৈদ্যুতিন মাধ্যমে যৌন উত্তেজক ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ‘হায় হায় ইয়ে মজবুরি’ মিউজাক ভিডিওটির জন্যই এই অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে।
অতি সম্প্রতি অর্ধনগ্ন হয়ে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে তুমুল সমালোচিত হয়েছিলেন উরফি জাভেদ। ভারতীয় সংষ্কৃতি নষ্ট করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পালটা মা কালীর প্রসঙ্গ টেনে নিন্দুকদের তুলোধনা করেন উরফি। এরপর পরই তাঁর আরেকটি কাজ প্রশংসা এনে দেয় উরফিকে।
যে পাপারাৎজি সবসময় ক্যামেরা নিয়ে তারকাদের পেছন পেছন ঘোরে, মাঝেমধ্যে অপমানিতও হয়, তাদের এই দিওয়ালিতে মিষ্টি খাওয়াতে দেখা যায় উরফিকে। শুধু তাই নয়, এক অসহায় বৃদ্ধার হাতেও টাকা এবং মিষ্টির বাক্স তুলে দেন উরফি। ভিডিও ভাইরাল হতে প্রশংসা কুড়িয়েছেন তিনি।