‘বোরখা বাড়িতে ফেলে এসেছি’, বিকিনি পরে হট অবতারে এসে ফটোশুট করলেন উরফি জাভেদ

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশন অভিনেত্রীদের বেশ জনপ্রিয় উরফি জাভেদ। বেশ কয়েকটি ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। দিনদিন জনপ্রিয়তা বেড়েই চলেছে তাঁর। বেশ কিছু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন উরফি।

অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় উরফি। বেশ সক্রিয় থাকেন তিনি ইনস্টাগ্রামে। মাঝে মাঝেই নানা ফটোশুট ও ভিডিও শেয়ার করেন তিনি অনুরাগীদের জন্য। তবে সম্প্রতি এমন একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। বিকিনি পরে ফটোশুট করার জন্য কট্টরপন্থীদের নিশানা হয়েছেন তিনি। ছবিতে দেখা গিয়েছে একটি সাদা বিকিনি পরে ছবি শেয়ার করেছেন উরফি।

https://www.instagram.com/p/B9TVecwngW9/

https://www.instagram.com/p/B9KKbbnn4l8/

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ পর্যন্ত আমি কিছু আদব কায়দা শিখলাম। ক্ষমা করবেন। বোরখা আমি বাড়িতে ফেলে এসেছি’। এই ছবি দেখেই ক্ষেপে গিয়েছেন মৌলবাদীরা। একের পর এক মন্তব্যে অভিনেত্রীকে বিদ্ধ করেছেন তাঁরা। কেউ বলেছেন, সবাই কিছু কিছু টাকা করে দিয়ে দিতে। টাকার জন্যই যে তিনি এসব করছেন সেকথাও বলেছেন তিনি। আবার একজন উরফিকে বলেছেন, বোরখা শব্দটা ব্যবহার করবেন না। নিজের মজার জন্য ইসলামকে অসম্মান করবেন না।

https://www.instagram.com/p/B9LgVEeHZXl/

অবশ্য এই সব সমালোচনায় কান দেননি উরফি। এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি।

সম্পর্কিত খবর

X