ক‍্যামেরার সামনেই পোশাক কেটে ফিনফিনে টপ বানিয়ে পরলেন উরফি! নেটিজেনরা বললেন, ‘কাঙাল’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয়তা পেতে বিগ বস OTT তে এসেছিলেন। কিন্তু প্রথমেই বাদ পড়েন প্রতিযোগিতা থেকে। তাতে অবশ‍্য তেমন ক্ষতি হয়নি উরফি জাভেদের (urfi javed)। বিগ বস তাকে যে জনপ্রিয়তা দিত তার দ্বিগুণ খ‍্যাতি নিজের পোশাক দিয়েই পেয়েছেন তিনি। অদ্ভূত ফ‍্যাশন সেন্সের জন‍্য নিত‍্যদিনই ট্রোল হতে হয় উরফিকে। এও এক রকম প্রচারই বটে।

অদ্ভূত অদ্ভূত পোশাক পরে নয় বিমানবন্দর নয় মুম্বইয়ের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় উরফিকে। শুরুটা হয়েছিল অন্তর্বাস দেখানো ছেঁড়া জ‍্যাকেট দিয়ে। তা এখন গিয়ে ঠেকেছে নামমাত্র পোশাকে। অনেকেরই প্রশ্ন ছিল, এমন অদ্ভূত পোশাক পান কোত্থেকে উরফি? নিজেই বানান নাকি কোনো স্টাইলিস্ট রয়েছে তাঁর?


এর উত্তরেই নতুন এক ভিডিও নিয়ে হাজির উরফি, সেখানে নিজেকেই পোশাক বানাতে দেখা গিয়েছে তাঁকে। তাও আবার ক‍্যামেরার সামনে। পায়ে গলানোর জন‍্য স্টকিংস কেটে ফিনফিনে টপ বানাতে শেখালেন উরফি। ব‍্যস, ক‍্যামেরার সামনেই তাঁর কাণ্ড দেখে ট্রোল শুরু নেটনাগরিকদের।

একজন লিখলেন, ‘কাঙাল! একে কেউ কাপড় দান করুন দয়া করে’। আরেকজন লিখলেন, উরফি এতই গরীব যে একটা নতুন জামা কেনারও ক্ষমতা নেই! তবে অনেকেই বাহবা দিয়েছেন উরফিকে। জামা বানানোর এটা একটা ভাল উপায় বলে মনে করেন অনেকেই। আর এই নতুন আইডিয়া দেওয়ার জন‍্য উরফিকে ধন‍্যবাদও দিয়েছেন তারা।


কিছুদিন আগেই দিল্লি থেকে মুম্বই ফেরার পথে বিমানবন্দরে পাপারাৎজির লেন্সবন্দি হন উরফি। সম্পূর্ণ কালো পোশাকে দেখা গিয়েছিল তাঁকে। কালো প‍্যান্টের সঙ্গে নেটের স্বচ্ছ টপ পরেছিলেন উরফি। কোনোক্রমে বক্ষযুগল ঢাকা পড়েছে তাতে। তাও দিব‍্যি সাবলীল ভাবেই ক‍্যামেরার সামনে পোজ দেন তিনি।

https://www.instagram.com/p/CXNj63qlfI8/?utm_medium=copy_link

উরফির ছবি ও ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। একজনের প্রশ্ন, পোশাকগুলো কি উরফি নিজেই ছিড়ে ফেলেন? কারণ কোনো ডিজাইনারের পক্ষে এমনটা বানানো সম্ভব নয়। আবার আরেকজনের বক্তব‍্য, এটুকুই বা পরলেন উরফি? কিছু নাই পরতে পারতেন।

তবে এর আগে বিগ বস প্রতিযোগী জানিয়েছিলেন, তিনি নিজের পোশাক নিজে ডিজাইন করতে ভালবাসেন। আর তিনি যা পরেন সবই একটু ওভার দ‍্য টপ অর্থাৎ বেশি বেশি। সাধারন মানুষ যেটা পরার কথা ভাবতেও পারবেন না উরফির কাছে সেগুলো খুবই স্বাভাবিক ব‍্যাপার।

X