কোনোক্রমে ঢাকা পড়েছে বক্ষযুগল, অর্ধনগ্ন হয়েই জনসমক্ষে ঘুরে বেড়ালেন উরফি জাভেদ

বাংলাহান্ট ডেস্ক: ফ‍্যাশন সেন্সের দিক দিয়ে কেউ ধারেকাছে ঘেঁষতে পারবে না উরফি জাভেদের (urfi javed)। নিত‍্যনতুন অদ্ভূত সব পোশাক দিয়ে নেটিজেনদের নজর কেড়ে নেন তিনি। বলিউডের নতুন ‘ফ‍্যাশন ডিজাস্টার’ উরফি জাভেদ। বিগ বসে যাওয়ার আগে থেকেই পোশাক নিয়ে নজর কাড়তেন তিনি। কিন্তু টেলিভিশনের সবথেকে বিতর্কিত শোয়ে যাওয়ার পর থেকে যেন আরোই অপ্রতিরোধ‍্য হয়ে উঠেছেন উরফি।

শো থেকে সবার আগে বাদ যেতে হয়েছিল তাঁকেই। কিন্তু তাতে শাপে বরই হয়েছে অভিনেত্রীর। নিজের অদ্ভূত ফ‍্যাশন স্টেটমেন্ট দিয়ে নিত‍্যদিন লাইমলাইট কেড়ে নিচ্ছেন উরফি। প্রথমে অন্তর্বাস দেখানো ছেঁড়া জ‍্যাকেট, তারপর বোতাম খোলা প‍্যান্ট আর এখন ব‍্যাকলেস পোশাক। উরফি যেন প্রতিজ্ঞাই করে নিয়েছেন খবরের শিরোনাম থেকে সরবেনই না তিনি।

IMG 20211124 010018
এবার প্রায় অর্ধনগ্ন হয়েই ক‍্যামেরার সামনে ধরা দিলেন উরফি। সম্প্রতি দিল্লি থেকে মুম্বই ফেরার পথে বিমানবন্দরে পাপারাৎজির লেন্সবন্দি হন তিনি। সম্পূর্ণ কালো পোশাকে দেখা গেল তাঁকে। কালো প‍্যান্টের সঙ্গে নেটের স্বচ্ছ টপ পরেছিলেন উরফি। কোনোক্রমে বক্ষযুগল ঢাকা পড়েছে তাতে। তাও দিব‍্যি সাবলীল ভাবেই ক‍্যামেরার সামনে পোজ দেন তিনি।

https://www.instagram.com/reel/CWkubw9oyC8/?utm_medium=copy_link

উরফির ছবি ও ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন। একজনের প্রশ্ন, পোশাকগুলো কি উরফি নিজেই ছিড়ে ফেলেন? কারণ কোনো ডিজাইনারের পক্ষে এমনটা বানানো সম্ভব নয়। আবার আরেকজনের বক্তব‍্য, এটুকুই বা পরলেন উরফি? কিছু নাই পরতে পারতেন।

https://www.instagram.com/reel/CWk6DEOo7a4/?utm_medium=copy_link

তবে এর আগে বিগ বস প্রতিযোগী জানিয়েছিলেন, তিনি নিজের পোশাক নিজে ডিজাইন করতে ভালবাসেন। আর তিনি যা পরেন সবই একটু ওভার দ‍্য টপ অর্থাৎ বেশি বেশি। সাধারন মানুষ যেটা পরার কথা ভাবতেও পারবেন না উরফির কাছে সেগুলো খুবই স্বাভাবিক ব‍্যাপার।

Niranjana Nag

সম্পর্কিত খবর