‘ঊর্বশীকে আমরা ছাড়বো না’, পন্থ ভক্তের এই হুমকিকে সমর্থন জানালেন অক্ষর প্যাটেল

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রিশভ পন্থ (Rishabh Pant) এবং ঊর্বশী রাউতেলার (Urvashi Rautela) মধ্যে যে ঠান্ডা সংঘাত চলছিল একসময়, সেই সম্পর্কে সকলেই অবগত। সরাসরি তারা কখনো কথা কাটাকাটিতে জড়াননি। কিন্তু সোশ্যাল মিডিয়া পরোক্ষভাবে একে অপরের উদ্দেশ্যে নানান রকম ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছিলেন তারা গত বছরে। রিশভ পন্থের নাম না নিয়ে তার সম্পর্কে একটি দাবি করেছিলেন তারকা অভিনেত্রী যা পন্থ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন।

তারপর আচমকাই সব ঝামেলার অবসান ঘটে যায় এবং পরোক্ষভাবে সকলের সামনে পন্থের কাছে ক্ষমা স্বীকার করেন ঊর্বশী। এরপর নানান সময়ে রিশভ পন্থ সংক্রান্ত যে কোনও প্রশ্নের অত্যন্ত ভদ্রভাবে উত্তর দিয়েছেন বলিউড অভিনেত্রী। যদিও পন্ত সংক্রান্ত তার কিছু আচরণকে সস্তার জনপ্রিয়তা অর্জনের চেষ্টা বলেই আজও উল্লেখ করে থাকেন ক্রিকেটপ্রেমীরা।

গত বছরের একদম শেষ থেকে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন রিশভ পন্থ। সেই নিয়েও তাকে সহানুভূতি জানিয়েছিলেন ঊর্বশী। তবে রিশভ পন্থের ভক্তরা অবশ্য তাকে এখনও নেক নজরে দেখে না। দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে তেমনটাই প্রমাণিত হলো। এই ম্যাচটি চলাকালীন বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিংরত অক্ষর প্যাটেলকে উদ্দেশ্য করে পন্থ ভক্তরা বলে উঠেন যে ভারতীয় উইকেটরক্ষককে যেন অক্ষর জানিয়ে দেন যে তারা ঊর্বশীকে দেখে নেবেন। এমন মন্তব্য শুনে ভারতীয় অলরাউন্ডার ফিল্ডিং করতে করতেই হেসে ওঠেন।

যদিও রিশভ পন্থের অনুপস্থিতিতে এই মরশুমে চূড়ান্ত হতাশ করেছে দিল্লি ক্যাপিটালস দল। শোচনীয়ভাবে একের পর এক ম্যাচে তারা ব্যর্থ হয়েছে এবং খুব বড় অঘটন না ঘটলে হয়তো তারা পয়েন্টস টেবিলে সবার নীচে থেকেই এই মরশুম শেষ করবে।

অপরদিকে পন্থ ভক্তদের দ্বারা নিজের সারনেম বিকৃত হতে দেখে ক্ষুব্ধ হয়েছেন উর্বশী নিজেও। তিনি জানিয়েছেন তার সারনেম তার কাছে অত্যন্ত দামি এবং সেটিকে বিকৃত হতে দেখে একেবারেই খুশি নন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

 

সম্পর্কিত খবর

X