উর্বশী দারুন অভিনেত্রী, প্রশংসা করেছেন অস্কার জয়ী লিওনার্দো! নেটিজেনদের খোঁচা, কত গুল মারবেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘টাইটানিক’ স্টার, অস্কার জয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক‍্যাপ্রিও (Leonardo DiCaprio) প্রংশ‌সা করেছেন উর্বশী রাউতেলার (Urvashi Rautela)। ‘হেট স্টোরি ৪’ অভিনেত্রী নাকি দুর্দান্ত অভিনয় করেন। ২০২২ এর কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) সুদর্শন তারকার থেকে নাকি এমনি তারিফ পেয়েছেন উর্বশী! নেটিজেনরা শুনেই বলছেন, ঢপ দেওয়ার আর জায়গা পান না?

সদ‍্য কান চলচ্চিত্র উৎসবে সেজেগুজে পৌঁছেছিলেন উর্বশী। সেখানেই দেখা লিওনার্দোর সঙ্গে। রেড কার্পেটেই উর্বশীকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অভিনেতা। মুহূর্তটা যেন স্বপ্ন সত‍্যি হওয়ার মতো ছিল, সংবাদ মাধ‍্যমের কাছে দাবি করেন উর্বশী।


তিনি জানান, অস্কার জয়ী অভিনেতা নাকি তাঁকে ‘প্রতিভাবান অভিনেত্রী’ বলে প্রশংসা করেছেন। উর্বশীর কথায়, “লিওনার্দো ডিক‍্যাপ্রিওর থেকে প্রশংসা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। কী বলব বুঝতে পারছিলাম না। আনন্দে প্রায় কেঁদেই ফেলেছিলাম।”

তিনি আরো বলেন, লিওনার্দোর মুখে তাঁর অভিনয়ের প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন। মুহূর্তটা সত‍্যিই ছিল কিনা নাকি তিনি স্বপ্ন দেখছিলেন তা যেন ঠাহর করতে পারছেন না উর্বশী। নেটিজেনরা অবশ‍্য বলছেন, ওটা স্বপ্নই ছিল‌। জেনেশুনে স্রেফ গুল মারছেন অভিনেত্রী।

একজন কটাক্ষ করেছেন, কী অম্লান বদনে মিথ‍্যের পর মিথ‍্যে বলে চলেছেন উর্বশী। আরেকজন লিখেছেন, ‘হ‍্যাঁ লিওনার্দো বসে বসে উর্বশীর ভার্জিন ভানুপ্রিয়া, গ্রেট গ্র‍্যান্ড মস্তি, হেট স্টোরি ৪ এসব ছবি দেখেছেন!’ আবার কেউ পরামর্শ দিয়েছেন, মিথ‍্যে বলতেই হলে এমন ভাবে বলুন যাতে অন্তত একটু বিশ্বাসযোগ‍্য লাগে। এখানেও তো অভিনয়টা ভাল হচ্ছে না!

প্রসঙ্গত, সানি দেওলের বিপরীতে ‘সিং সাহেব দ‍্য গ্রেট’ ছবির মাধ‍্যমে বলিউডে অভিষেক করেন উর্বশী রাউতেলা। সানির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর গ্রেট গ্র‍্যান্ড মস্তি ও হেট স্টোরি ৪ এও অভিনয় করেন উর্বশী। তবে এতদিন বলিউডে থেকেও খুব বেশি ছবিতে অভিনয় করতে পারেননি তিনি। যদিও পরিচয় ও খ‍্যাতির পরিসর অনেকটাই বেড়েছে উর্বশীর।

সম্পর্কিত খবর

X