‘কয়লা দূরের কথা, ঘুঁটে পাচারে আমার নাম দেখাতে পারলে ফাঁসিতে ঝুলবো’, হুঙ্কার শওকত মোল্লার

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি সংক্রান্ত দুর্নীতি সঙ্গে পাল্লা দিয়েই বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে কয়লা পাচার মামলা। তদন্তের দায়ভার হাতে নেওয়ার পরেই সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করে সিবিআই আর বর্তমানে তাদের নজরে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই তৃণমূল নেতার বিরুদ্ধে কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকার সন্দেহ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই শওকত মোল্লা এদিন ঘুরিয়ে সিবিআইকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

প্রসঙ্গত, গতকাল সকালে সিবিআই অফিসে তলব করা হয় তৃণমূল বিধায়ককে। তবে এর পরেই সেই হাজিরা এড়িয়ে সিবিআইয়ের কাছে পনেরো দিনের সময় চেয়ে নেন তিনি আর এবার গোয়েন্দা সংস্থাকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাঁর দাবি, “কয়লা পাচার তো দূরের কথা, ঘুঁটে পাচারে যদি আমার নাম দেখাতে পারে তাহলে আমি ফাঁসিতে ঝুলবো।” এদিন এক কর্মীসভায় সিবিআইয়ের বিরুদ্ধে রীতিমতো ফুঁসে ওঠেন শওকত।

তৃণমূল নেতা বলেন, “আমি কয়লা পাচার কাণ্ডে জড়িত নই। এই মামলা তো দূরের কথা, যদি ঘুঁটে পাচারে আমার নাম জড়িত থাকার প্রমাণ দিতে পারে সিবিআই, তাহলে আমি সেই মুহূর্তেই ফাঁসিতে ঝুলবো। আমাদের দল থেকে এক মীরজাফর ওই দলে (বিজেপি) চলে গিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। নিজের বাবার কাছে গিয়ে বলছে, কিভাবে তৃণমূল দলের নেতাদের কোণঠাসা করা যায়! সেই কারণে তারা বর্তমানে সিবিআই এবং ইডিকে কাজে লাগিয়ে চলেছে।”

showkat molla

এছাড়াও এদিন তিনি বিজেপি দলকে কটাক্ষ ছুঁড়ে বলেন, “প্রতিদিনই আপনারা দেখবেন, আমাদের দলের কোনো না কোনো নেতাকে সমন পাঠাচ্ছে সিবিআই। কিন্তু যারা বিজেপিতে রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” কর্মীসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় তাঁর গলায়। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে জড়িয়ে পড়েছে। অভিষেক প্রসঙ্গে শওকত মোল্লা এদিন বলেন, “আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এলাকার বাসিন্দাদের জন্য সর্বদা কাজ করতে প্রস্তুত রয়েছেন। রাস্তা, পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা সব কিছুর খোঁজ রাখেন উনি। একবার কোনো নির্দেশ দিলেই সেই কাজ এলাকায় তৎক্ষণাৎ হয়ে যায়।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর