মোদীর দেখানো পথেই আমেরিকা, জাতীয় নিরাপত্তার স্বার্থে চিনা টেলিকম সরঞ্জাম নিষিদ্ধ বাইডেন প্রশাসনের

বাংলাহান্ট ডেস্ক : বিঘ্নিত হচ্ছে জাতীয় নিরাপত্তা। আর তাই কয়েকটি চিনা (China) টেলিকম সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র (US)। সে দেশের কেন্দ্রীয় যোগাযোগ কমিশন ফেডেরাল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি (FCC) জানিয়েছে, হুয়াইয়ে, জেডটিই-সহ বেশ কয়েকটি চিনা ব্র্যান্ডের টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

এফসিসির কমিশনার ব্যান্ডন কর শুক্রবার জানান, ‘এফসিসির পাঁচ সদস্যের অনুমোদন বিষয়ক কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।’ আমেরিকার কংগ্রেসের সদস্যদের তরফ থেকেও এই সিদ্ধান্তের পক্ষে ইতিবাচক বার্তা এসেছে বলে জানান তিনি। আমেরিকার সংবাদমাধ্যমের একাংশ আগেই অভিযোগ জানায় ৫-জি মোবাইল পরিষেবায় চিনা সরঞ্জামের ব্যবহারের ফলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। এবং যার ফল হতে পারে মারাত্মক।

হুয়াইয়ে এবং জেডটিই ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় হাইতেরা কমিউনিকেশনস, হাংঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি এবং দাহুয়া টেকনোলজি কোম্পানি রয়েছে বলে এফসিসি সূত্রের খবর। ডোনাল্ড ট্রাম্পের জমানায় কার্যকর হওয়া ‘সিকিওর অ্যান্ড ট্রাস্টেড কমিউনিকেশনস নেটওয়ার্কস অ্যাক্ট’-কে হাতিয়ার করেই চিনা টেলিকম সরঞ্জামে নিষেধাজ্ঞা জারি করল বাইডেন সরকার। ভারত-সহ একাধিক দেশ থেকে বিভিন্ন সময়ে হুয়াইয়ের বিরুদ্ধে টেলিকম সরঞ্জামের সাহায্যে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে।

২০২০ সালে বিএসএনএল এবং এমটিএনএল-এর মতো রাষ্ট্রায়ত্ত টেলি পরিষেবা সংস্থাগুলিকে চিনা টেলিকম সরঞ্জাম ও যন্ত্রাংশ ব্যবহার না করার নির্দেশ দেয় ভারত সরকার। বেসরকারি টেলি যোগাযোগ সংস্থাগুলিকেও এ বিষয়ে কিছু বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়। টেলি যোগাযোগ মন্ত্রক সূত্রে সে সময় জানা যায়, মোবাইল পরিষেবায় চিনা সংস্থার অনুপ্রবেশের জেরে সার্বিক ভাবে নিরাপত্তাগত আশঙ্কা থাকার কারণেই ছিল ওই পদক্ষেপ করা হয়। এর পরে ভারতে , হুয়াইয়ে, জেডটিই-র মতো চিনা টেলিকম সরঞ্জাম নির্মাতা সংস্থার ‘কার্যকলাপ’ বেশ কিছুটা নিয়ন্ত্রিত হয় সেই সময় থেকে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর