বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের (US Election) ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনা জারি আছে। প্রাথমিক পরিসংখ্যান আর এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, ডেমোক্র্যাটিক পার্টির তরফ থেকে রাষ্ট্রপতি পদের প্রার্থী জো বিডেন (joe biden) অনেক এগিয়ে আছেন। আর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) পিছিয়ে পড়েছেন। শুধু আমেরিকাই না, গোটা বিশ্বের নজর আমেরিকার নির্বাচনের ফলাফলের দিকে আছে।
আপনাদের জানিয়ে দিই, আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ২৭০ ইলেক্টোরাল ভোট চাই। গোটা দেশে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮। যদিও, এবার বেশীরভাগ ভোট মেল-ইন এরমাধ্যমে হয়েছে, আর এই কারণে প্রাথমিক পরিসংখ্যান আর অন্তিম ফলাফলে অনেক অন্তর দেখা যেতে পারে।
ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বিডেন ৪৭.০৯ শতাংশ ভোট পেয়ে ২০৯ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। আরেকদিকে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ৫০.৫ শতাংশ ভোট পেয়েও জো বিডেনের থেকে পিছিয়ে আছেন। ওনার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১১২।