ভিসা নিয়ে ক্রমশ কঠোর হচ্ছে আমেরিকা! ভারতীয় পর্যটকরাও পেলেন কড়া বার্তা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভিসা নিয়ে কড়াকড়ি অব্যাহত মার্কিন মুলুকে। আমেরিকায় গিয়ে কেউ সন্তানের জন্ম দিতে চাইলে তা আর সহজ হবে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকায় (US Embassy) গিয়ে কেউ সন্তানের জন্ম দিতে চাইলে তার ভিসার আবেদন বাতিল হবে তৎক্ষণাৎ।

আমেরিকায় ভিসা নীতি (US Embassy) নিয়ে আরও কড়াকড়ি

ভারতের মার্কিন দূতাবাসের তরফে বৃহস্পতিবার একটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে জানানো হয়েছে, মার্কিন আধিকারিকেরা যদি জানতে পারেন যে শুধুমাত্র সন্তানের জন্ম দিতেই কোনও পর্যটক আমেরিকায় যাচ্ছেন তাহলে তাঁরা পর্যটক ভিসা বাতিল করে দিতে পারেন। কিন্তু এর নেপথ্যে কী যুক্তি মার্কিন প্রশাসনের?

US Embassy tightens visa policy

ভিসা নীতি নিয়ে কঠোর মনোভাব সরকারের: মার্কিন সরকারের বক্তব্য অনুযায়ী, সন্তান যাতে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায় তার জন্য অনেকেই সন্তানের জন্ম দিতে আমেরিকায় (US Embassy) যান। কিন্তু দ্বিতীয় বার সরকারে ফিরেই ভিসা নীতি নিয়ে কঠোর মনোভাব ধারণ করেছেন ট্রাম্প। ২০ জানুয়ারি তাঁর সই করা নির্দেশনামায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন : TRP তালিকায় নাম নেই, নতুন মেগার কোপে পরপর দুই সিরিয়াল বন্ধ জি বাংলায়

আদালতে গড়ায় মামলা: সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল পরে এই বিষয়টি নিয়ে। কিন্তু কোনও মীমাংসা হয়নি শেষ পর্যন্ত। উল্লেখ্য, এতদিন আমেরিকায় যে নিয়ম ছিল তাতে বলা ছিল, কোনও শিশু যদি আমেরিকায় জন্মায় তাহলে সে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেতে পারে। কিন্তু মসনদে বসেই এই নীতি বদলে দিতে চান ট্রাম্প।

আরও পড়ুন : ভরা মরশুমে ইলিশের আকাল, বিক্রি কমেছে হু হু করে, নেপথ্যে কোন বড় কারণ?

এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব আমেরিকা নিতে পারবে না। মার্কিন শীর্ষ আদালত যদি ট্রাম্পের নির্দেশে শিলমোহর দেয় তবেই বদলে যাবে নিয়ম।