প্রাণ বাঁচল ২৫,০০০ আমেরিকানের! ট্রাম্প সেনার অভিযানে ধ্বংস হল মাদক বোঝাই সাবমেরিন

Published on:

Published on:

US military destroyed drug-laden submarine.

বাংলাহান্ট ডেস্ক: ক্যারিবিয়ান সাগরে ফের মারণ মাদকবোঝাই সাবমেরিন (Submarine) ধ্বংস। আবারও মাদক চোরাচালানের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর। সম্প্রতি আমেরিকার দিকে আসা এক মাদকবোঝাই সাবমেরিন ধ্বংস করেছে মার্কিন সেনা। শনিবার, ১৮ অক্টোবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন, “আমাদের বাহিনী একটি বিশাল মাদকবোঝাই সাবমেরিন ধ্বংস করেছে, যা আমেরিকার নারকো-ট্রাফিকিং রুটের দিকে এগিয়ে আসছিল।”

মাদকবোঝাই সাবেমরিন (Submarine) ধ্বংস করল মার্কিন সেনা

ট্রাম্প আরও জানান, সাবমেরিনে (Submarine) বিপুল পরিমাণ ফেন্টানিলসহ একাধিক প্রাণঘাতী মাদক মজুত ছিল। এই মাদক যদি আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছত, তাহলে অন্তত ২৫ হাজার মার্কিন নাগরিকের প্রাণহানির আশঙ্কা ছিল। প্রেসিডেন্টের কথায়, “আমরা দুই মাদক পাচারকারীকে খতম করেছি। বাকি দুইজনকে একুয়েডর ও কলোম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে, যেখানে তাদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।”

আরও পড়ুন:মা ইলিশ রক্ষায় ধুন্ধুমার কাণ্ড! নদীর বুকেই বাঁশ-দা নিয়ে হামলা বাংলাদেশের জেলেদের, বিপাকে ইউনূস সরকার

সূত্রের খবর অনুযায়ী, সাবমেরিনটি (Submarine) দক্ষিণ আমেরিকার উপকূল থেকে আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলের দিকে যাচ্ছিল। পথে মার্কিন নৌবাহিনীর নজরে আসে সাবমেরিনটির গতিবিধি। গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সেটি ধ্বংস করা হয়। এই অভিযানে যুক্ত ছিল মার্কিন নৌবাহিনীর বিশেষ ড্রাগ ইন্টারসেপশন ইউনিট, যারা লাতিন আমেরিকা থেকে আসা মাদক সরবরাহ রুটের ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে। কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুসতাভো পেট্রো জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে অভিযুক্ত পাচারকারীদের প্রত্যাবর্তন করা হয়েছে। তাঁর কথায়, “আমরা আমেরিকার সঙ্গে যৌথভাবে মাদকবিরোধী অভিযানে প্রতিশ্রুতিবদ্ধ। যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মার্কিন সেনা লাতিন আমেরিকা থেকে আমেরিকায় মাদক প্রবেশ ঠেকাতে ব্যাপক অভিযান শুরু করেছে। মাত্র এক মাসের মধ্যেই ক্যারিবিয়ান সাগরে অন্তত ছয়টি মাদকবাহী ভেসেল ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদের অধিকাংশই ভেনেজুয়েলা থেকে আমেরিকার দিকে রওনা হয়েছিল বলে দাবি করা হয়েছে। শনিবার ফের একবার মাদকবোঝই সাবমেরিন (Submarine) ধ্বংস করে এই অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করল মার্কিন সেনারা।

US military destroyed drug-laden submarine.

আরও পড়ুন:অর্থাভাবে জেলেই আটকে দরিদ্র বন্দি, কারাগারে ভিড় দেখে সরকারকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

ট্রাম্প জানান, এ পর্যন্ত এই অভিযানে অন্তত ২৭ জন মাদক পাচারকারীকে খতম করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের দাবি, “আমরা মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছি। আমেরিকাকে মাদকমুক্ত করতে যা কিছু প্রয়োজন, আমরা তাই করব।”এই অভিযানকে ঘিরে ওয়াশিংটনে নিরাপত্তা মহলে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাবমেরিন (Submarine) ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা ক্রমেই বাড়ছে, কারণ এতে সাগরপথে নজরদারি এড়িয়ে যাওয়া তুলনামূলক সহজ। তবে মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপ প্রমাণ করেছে যে, উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে এ ধরনের নৌপথের মাদক চোরাচালান এখন আর অদৃশ্য নয়।

মার্কিন প্রশাসনের মতে, এই অভিযান শুধু এক সাবমেরিন (Submarine) ধ্বংস নয়, বরং এটি লাতিন আমেরিকার মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আমেরিকার কঠোর অবস্থানের প্রতীক। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট—“আমরা আমেরিকাকে সুরক্ষিত রাখব, মাদককে ধ্বংস করব, আর অপরাধীদের কোনও রকম ছাড় দেওয়া হবে না।”