‘আর কবে?’র পর তালিকায় জুড়লো আরও এক প্রতিবাদী গান! এবার ঊষা উথ্থুপের কণ্ঠে ‘জাগো রে’

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের (RG Kar Case) তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যাকান্ডের খবর পেয়ে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী। দেখতে দেখতে কেটে গিয়েছে এক মাস পাঁচ দিন। কিন্তু আজও মেয়ের বিচার মেলেনি। এই মুহূর্তে তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য যান লড়িয়ে দিচ্ছেন তাঁর সহকর্মী থেকে শুরু করে রাজ্যবাসী।

 আরজিকর কাণ্ডে (RG Kar Case) ঊষা উথ্থুপের প্রতিবাদী গান

এই মুহূর্ত রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা মাত্র ৩১ বছর বয়সী সহকর্মীর অকাল মৃত্যুর জন্য দোষীদের কঠোরতম শাস্তি চেয়ে কর্মবিরতি ঘোষণা করেছেন। তাঁদের  সাথেই এই প্রতিবাদ আন্দোলনে দিনের পর দিন সামিল হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। তাই বিচার পাওয়া এত সহজ নয়, জেনেও  হাল ছাড়তে নারাজ রাজ্যবাসী, আরজিকরের (RG Kar Case) এই মর্মান্তিক ঘটনায় এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য-রাজনীতি-দেশ।

তাই এই আন্দোলন এখন আর শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষের পাশাপাশি ইদানিং এই আন্দোলনের সামিল হয়েছেন বিনোদন জগতের কলাকুশলীরাও।  এই ঘটনার শুরু থেকেই প্রতিবাদের সরব হয়েছেন বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং। তিলোত্তমাকে উদ্দেশ্য করে ইতিমধ্যেই ‘আর কবে?’ গান গেয়েছেন অরিজিৎ।  সেই গানই এখন ঘুরছে প্রত্যেক প্রতিবাদীদের মুখে মুখে।

আরও পড়ুন : স্পাইডার ম্যান থিম কেক! মায়ের কোলে ইয়ালিনী, দাদা ইউভানের কেক কাটা দেখে অবাক ছোট্ট বুনু

অরিজিৎ সিং এর পর এবার একই পথ অনুসরণ করেছেন আমাদের দেশের তথা কলকাতা প্রিয় গায়িকা ঊষা উত্থুপ (Usha Uthup)। সম্প্রতি আরজিকর কাণ্ডের (RG Kar Case) আন্দোলনকারীদের জন্য নতুন গানের মিউজিক ভিডিও লঞ্চ করেছেন উষা উত্থুপ। তাঁর  সেই মিউজিক ভিডিওর নাম ‘জাগো রে।’ আসলে বিচারের দাবিতে তৈরি বিশেষ এই মিউজিক ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে একজন ডাক্তার গায়ে সাদা অ্যাপ্রন পরছেন।

তাঁর গলায় স্টেথোস্কোপ। রোগী দেখার ব্যস্ততার মধ্যে আচমকাই তাঁকে ঘিরে ধরে নিকষ কালো অন্ধকার। আর ঠিক তখনই অন্ধকার বুক চিরে আলোর আলোর দিশারী হয়েই মোমবাতি হাতে একে একে এসে হাজির হন আরও অন্যান্য মহিলারা।  এই গানের মধ্যে দিয়ে সমাজকে দেওয়া হয়েছে বিশেষ বার্তা। সমাজে ঘটে চলা অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য এই গানের মাধ্যমে দেওয়া হয়েছে জেগে ওঠার বিশেষ বার্তা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর