নুসরতের জায়গা আর নেই জীবনে, ঊষসীকেই নিজের ‘আদরিনী’ বানালেন নিখিল জৈন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নিখিল জৈনকে (Nikhil Jain) নিয়ে কৌতূহলী আমজনতা। জনপ্রিয়, সফল, সুদর্শন ব‍্যবসায়ীকে ছেড়ে সহ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বাঁধার পর তুমুল সমালোনার মুখে পড়েছিলেন সাংসদ অভিনেত্রী। নুসরতকে তুলোধনা করে নিখিলের পাশেই দাঁড়িয়েছিলেন অনেকে। অভিনেত্রী যখন নতুন সংসারের স্বপ্নে বিভোর, নিখিল তখন নিজের এবং ব‍্যবসার প্রতি সম্পূর্ণ সময়টা ব‍্যয় করেছিলেন।

কিন্তু এমন নয় যে নিখিলের সঙ্গে কারোর নাম জড়ায়নি। রাইমা সেন, সৌরসেনী মৈত্র, ত্রিধা চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার নাম জড়ালো অভিনেত্রী ঊষসী রায়ের (Ushasi Ray)। এ বছর দূর্গাপুজোয় নিখিলের শাড়ির ব্র‍্যান্ড ‘আদরিনী’র মুখ হলেন ঊষসী। কমলা, গোলাপী শাড়ি, স্লিভলেস ব্লাউজ, ভারী গয়না আর খোঁপায় জুঁই ফুলের মালা দিয়ে সেজেছিলেন অভিনেত্রী। পাশে অফ হোয়াইট পাঞ্জাবিতে যথারীতি হ‍্যান্ডসাম নিখিল।


ব্র‍্যান্ডের উদ্বোধনে পাশাপাশি হাসিমুখে বসে ক‍্যামেরাবন্দি হন দুজনে। দুজনের রসায়ন কি অন‍্য ইঙ্গিত দিচ্ছে? টেলিপাড়ার অন্দরে গুঞ্জন তেমনি বলছে। প্রাক্তন ‘স্ত্রী’ তথা নিজের সংস্থার প্রাক্তন মুখ নুসরতের বদলে ঊষসীকে এনেছেন নিখিল। সম্পর্কের রসায়নও কি বদলাচ্ছে?

গুঞ্জনের ব‍্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ঊষসী স্পষ্ট বলেন, তিনি পেশাদার। নিখিলের সঙ্গে শুধু কাজের সূত্রে বন্ধুত্ব। অন‍্য কোনো প্রশ্নের সম্মুখীন তিনি হচ্ছেন না। কার সঙ্গে কার ব‍্যক্তিগত সম্পর্ক কী ছিল তা তাঁর জানার কথা নয়, তিনি জানতেও চান না। তিনি এত গুজব, বিতর্কের মধ‍্যে থাকতে চান না।

https://www.instagram.com/reel/Ch3_TMeg-0C/?igshid=YmMyMTA2M2Y=

ঊষসী আরো বলেন, নিখিলের রঙ্গোলির জায়গায় যদি অন‍্য কোনো ব্র‍্যান্ড থাকত তাহলেও তিনি কাজ করতেন। হয়তো আগে গুজব ছিল বলেই এখন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে মন্তব‍্য করেন অভিনেত্রী। তবে পুরো বিষয়টাই পেশাদারিত্বের সঙ্গে সাযলাচ্ছেন তিনি।

সম্পর্কিত খবর

X