কমরেডের মেয়েকে বিকিনিতে মানায় না, বাবা শ‍্যামল চক্রবর্তীর জন্মদিনে নিন্দুকদের জবাব দিলেন উষসী

বাংলাহান্ট ডেস্ক: সমুদ্র সৈকতে গিয়ে অভিনেত্রীরা কেন বিকিনি পরবেন! টেলিপাড়ার একাধিক জনপ্রিয় মুখকে এর জেরে নেটপাড়ার বোদ্ধাদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। প্রথমে মিশমি দাস, তারপর উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) এই নীতিপুলিসির শিকার হয়েছেন। জন্মদিনে গোয়ায় গিয়ে বিকিনি পরে ফটোশুট করায় তীব্র কটুক্তির মুখে পড়েছিলেন পর্দার ‘জুন আন্টি’। এমনকি তাঁর প্রয়াত বাবা শ‍্যামল চক্রবর্তীর প্রসঙ্গ টেনেও কটাক্ষ করা হয়।

উষসীর জন্মদিনের দিন কয়েক পর ২২ ফেব্রুয়ারি ছিল তাঁর বাবা প্রয়াত সিপিএম নেতা শ‍্যামল চক্রবর্তীর জন্মবার্ষিকী। এদিন যাবতীয় সমালোচনার জবাব দেন অভিনেত্রী। বাবার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে একটি বড়সড় বার্তা দিয়েছেন উষসী।

FB IMG 1645557173431
তিনি লিখেছেন, ‘বামপন্থী পরিবারে বড় হওয়ার সুবাদে  এবং প্রায় সাত বছর বামপন্থী রাজনীতি ও লিঙ্গরাজনীতি নিয়ে গবেষণা করার সুবাদে ( এম ফিল ও পি এইচডি করার সূত্রে) আমি এটাই  বুঝেছি ও শিখেছি যে মেয়েদের পোষাক নিয়ে অযথা খাপ পঞ্চায়েত খোলা আর যাই হোক বাম রাজনৈতিক ঘরানার সংস্কৃতির মধ্যে  পড়েনা।

আমার বাবা কে যাঁরা ঘনিষ্ঠ ভাবে চিনতেন তাঁরা অবশ্যই জানেন যে উনি কতটা উদার মনের মানুষ ছিলেন আর এই প্রজন্মের ছেলেমেয়েদের সাথে কতটা সহজ ভাবে মিশতে পারতেন।   সে কারণেই বোধহয় ওঁর বন্ধু তালিকা ছিল দীর্ঘ এবং তাঁদের মধ্যে অনেকের বয়স এমনকি আমার চেয়েও কম ছিল।’

উষসী আরো লেখেন, ‘আমার বাবা  কোনোদিন আমার জীবনকে কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন নি এবং আমি কি পোষাক পরব এই নিয়ে কোনো মতামত ও দেন নি। তাই বামপন্থী পরিবারের মেয়েরা হাফপ্যান্ট পরতে পারবেন না বা সমুদ্র স্নানে গিয়ে সাঁতারেব পোষাক পরতে পারবেন না এ হেন হাসির কথা আমার বাবা তো দূরস্থান কোন আন্তর্জাতিক বা জাতীয় বামপন্থার বইতেও  আমি কস্মিনকালে শুনিনি বা পড়িনি।

পর্দার জুন আন্টি বাস্তবেও স্পষ্টবাদী। সমাজের চোখরাঙানিকে তোয়াক্কা না করে মেয়েদের নিজেদের মতো করে জীবন বাঁচার কথা বলে বাপমপন্থা, দাবি উষসীর। ছোট থেকে তিনিও এমনি শিক্ষা পেয়ে এসেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর