বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে গরমের দাপট। দুপুরবেলায় বাড়ি থেকে বেরোতেই কালঘাম ছুটছে সকলের। এমনকি, অত্যধিক গরমের জেরে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হচ্ছে। গত মার্চ মাসের শেষ থেকেই যেভাবে গরমের দাপট অনুভূত হচ্ছে এমতাবস্থায় আগামী মে-জুন মাসে যে পরিস্থিতি কতটা “উত্তপ্ত” হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে, এই সময়টাতে হু হু করে বৃদ্ধি পায় AC (Air Conditioner)-র ব্যবহার।
তবে, প্রায়শই দেখা যায় যে, অনেকে সর্বনিম্ন ১৬ ডিগ্রি তাপমাত্রায় AC ব্যবহার করেন। এতে গরম থেকে স্বস্তি মিললেও এভাবে AC চালালে সেটি বিদ্যুতের বিল বাড়িয়ে দেয়। যার ফলে পকেটে পড়ে টান। তাছাড়া, এটি স্বাস্থ্যের জন্যও খুবই ক্ষতিকর। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে, ঠিক কোন তাপমাত্রায় AC চালালে সেটি সাশ্রয়ী হবে এবং স্বাস্থ্যেরও ক্ষতি করবে না। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
উল্লেখ্য যে, AC তথা এয়ার কন্ডিশনার গ্রীষ্মের মরশুমে কয়েক মিনিটের মধ্যেই ঘরকে ঠান্ডা করে দেয়। যার ফলে গরমের হাত থেকে মেলে স্বস্তি। কিন্তু, এটিকে ঠিক মতো ব্যবহার করাও জানতে হয়। আর সেই কারণে কোন তাপমাত্রায় AC চালানো উচিত তা জেনে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: গগনযান মিশনের জন্য তৈরি নয়া হাতিয়ার, ফের চমকে দিল ISRO
প্রায়শই দেখা যায়, AC ব্যবহারকারীরা গরম থেকে স্বস্তি পেতে ১৮ থেকে ২১ ডিগ্রির মধ্যে AC সেট করে রাখেন। তাঁরা এটা মনে করেন যে, যেহেতু তাপমাত্রা কম সেহেতু ঘর দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তবে, এটি বিদ্যুতের খরচ বৃদ্ধি করে। এই বিষয়ে, বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, সরকার ২০২০ সাল থেকে AC ব্যবহারের জন্য ২৪ ডিগ্রির ডিফল্ট সেটিং তৈরি করেছে। এটি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আদর্শ তাপমাত্রা হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, এই তাপমাত্রায় AC চালালে প্রতিটি তাপমাত্রায় প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে। জানিয়ে রাখি যে, যখন AC কম তাপমাত্রায় চালানো হয় তখন কম্প্রেসারের ওপর বেশি লোড থাকে। এতে বিদ্যুতের খরচ বেড়ে যায়। অতএব, AC-র তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রির মধ্যে সেট করুন।
আরও পড়ুন: উভয়সঙ্কটে শরীফ! পাকিস্তানে সেনা মোতায়েনের প্রস্তাব চিনের, রাজি না হলেই অ্যাকশন নিতে প্রস্তুত বেজিং
সঠিক সময়ে সার্ভিসিং করুন AC: উল্লেখ্য যে, নির্দিষ্ট সময় অন্তর AC সার্ভিস করা উচিত। এটা না করলে AC-র কুলিং কম হবে। এমন পরিস্থিতিতে সেটির তাপমাত্রা প্রভাবিত হবে এবং ওই AC চালালে বিদ্যুৎ বিল বেশি হবে। তাই, নির্দিষ্ট সময় অন্তর AC-র ফিল্টার পরিষ্কার করতে হবে। পাশাপাশি, আপনার AC-র মডেলটির কতবার সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।