দিনে পাঁচ ঘণ্টার বেশি মোবাইল ঘাটলে মোটা হয়ে যেতে পারেন।এমনই ফল এলো সমীক্ষায়।

 

 

বাংলা হান্ট ডেস্ক: মোবাইলের কু প্রভাব সম্পর্কে কম বেশি সবাই জানলেও তা কানে তলেনা কেউই।তবে এবার কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এক ভয়াবহ তথ্য৷ রিসার্চ বলছে যেসব মানুষ সারা দিনে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে মোবাইল ব্যবহার করেন, তারা মোটা হয়ে যান খুব শীঘ্রই। আর তার সাথেই প্রবণতা থাকে হৃদরোগের এবং আরও নানা রোগ ব্যাধি র তখন ধরে ফেলে শরীরকে৷

 

IMG 20190824 114824

কলম্বিয়াতে ১৯ থেকে ২০ বছরের মধ্যে ১০৬০ জন ছাত্রছাত্রীর ওপর সমীক্ষা করা র পর দেখা গিয়েছে, মোবাইল প্রযুক্তি মানুষের ব্যবহারে প্রভাব ফেলছে৷ খাদ্যাভ্যাস বদলে দিচ্ছে, জীবন ধারণের দৃষ্টিভঙ্গী বদলে দিচ্ছে৷ এবং তারই প্রত্যক্ষ প্রভাব পড়ছে ওই সব ছাত্রছাত্রীদের ওজনে বা শরীরে৷ এমনই জানাচ্ছেন কলম্বিয়ার সিমোন বলিভিয়ার ইউনিভার্সিটির গবেষক মিরারি ম্যানটিলা মোরোন৷সমীক্ষায় দেখা যায় যারা মোবাইল ফোন দিনে অনেকক্ষণ সময় ধরে ব্যবহার করেন, তাদের মধ্যে ৪৩ শতাংশ মোটা হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে৷মোবাইল ব্যবহারের সাথেই ছাত্রছাত্রীদের মধ্যে বৃদ্ধি পেয়েছে স্ন্যাক্স, মিষ্টি, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাও৷ দিনের মধ্যে বেশিরভাগ সময় মোবাইলে কাটানোর ফলে শরীরচর্চা করার প্রবণতাও কমে গিয়েছে বলে এই সমীক্ষায় উঠে আসছে।আবার যেসব পড়ুয়ারা মোবাইল কম ঘাঁটেন, তাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা অপেক্ষাকৃত অনেকটাই কম৷ এমনই বিষ্ময়কর তথ্য উঠে এসেছে গবেষণায়।

 

সম্পর্কিত খবর