বিশ্বকাপের পরেই ক্রিকেটকে বিদায় জানালেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি পাকিস্তানি জোরে বোলার

বাংলা হান্ট ডেস্কঃ এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে পাকিস্তান। যদিও দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি বাবর আজমদের। অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় পাকিস্তান এবং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই ট্রফি দখল করে প্রথমবারের জন্য। তবে তাও পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রাখলে এই পারফরম্যান্স ছিল যথেষ্ট আশাব্যঞ্জক। এমতাবস্থাতেই এবার ক্রিকেটের সবচেয়ে লম্বা ফরম্যাটকে বিদায় জানালেন পাকিস্তানি জোরে বোলার।

উসমান খান শেনওয়ারি গত কয়েক বছর ধরেই চোটের কারণে সেভাবে ক্রিকেট খেলতে পারেননি। ক্রমাগত তাকে ভুগিয়েছে পিঠের চোট, আর সেই কারণেই এবার চিকিৎসক এবং ফিজিওদের পরামর্শ মেনে ক্রিকেটের সব থেকে লম্বা ফরম্যাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন এই জোরে বোলার। জানিয়ে রাখি চোটের কারণে পাকিস্তানের হয়েছে ভাবে টেস্ট খেলতে পারেনি উসমান। মাত্র একটি টেস্টেই দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই তারকা জোরে বোলার।

তবে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের হয়ে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। পাকিস্তানের হয়ে মোট 17টি ওয়ানডে, 16টি টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করা এই বোলার ইতিমধ্যেই ওয়ানডেতে 34 টি এবং টি-টোয়েন্টিতে 13 টি উইকেট শিকার করেছেন। শুধু তাই নয় দুবার 5 উইকেটও দখল করেছেন তিনি। বাঁহাতি এই জোরে বোলার আগামী দিনে নিশ্চয়ই সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের বড় শক্তি হয়ে উঠতে পারবেন। তবে আপাতত মাত্র 27 বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এই বার্তা সকলকে জানিয়ে তিনি লেখেন, “আমি ফিজিও জাভেদ মুঘলকে ধন্যবাদ জানাতে চাই, যার কারণে আমি ক্রিকেটে ফিরতে পেরেছি এবং এখন ফিট। চিকিৎসক ও ফিজিওর পরামর্শে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। যাতে আমি সংক্ষিপ্ত ফরম্যাটে আরও ফোকাস করতে পারি।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর