বিদেশে ‘খান’ শুনলেই বেশি তল্লাশি হয়, ছেলেদের পদবি বদলে দিয়েছেন উস্তাদ আমজাদ আলি খান

বাংলাহান্ট ডেস্ক: সরোদ বাদক হিসাবে গোটা বিশ্বে জনপ্রিয় পদ্মবিভূষণ উস্তাদ আমজাদ আলি খান (Ustad Amjad Ali Khan)। তাঁর সুরের মূর্চ্ছনার ভক্ত নয় এমন সঙ্গীত প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। সম্প্রতি মুম্বইয়ে ‘মর্নিং রাগা’ নামে একটি বিশেষ সরোদ কনসার্টের আয়োজন করেছিলেন তিনি। সেখানেই সংবাদ মাধ‍্যমের সম্মুখীন হন শিল্পী।

উস্তাদ আমজাদ আলি খান জানান, গোয়ালিয়রে নিজের ভগ্নপ্রায় ঘর মেরামত করে সেটাকে একটি সরোদ মিউজিয়ামে রূপান্তরিত করেছেন তিনি। সেই মিউজিয়ামের জন‍্য অর্থ সংগ্রহ করার জন‍্যই বিশেষ কনসার্টের আয়োজন।

ustad amjad ali khan to kick off utsav festival at kennedy center
সাম্প্রতিক কালে ধর্ম নিয়ে হিংসা, হানাহানির ঘটনা নিয়েও মুখ খুলেছেন উস্তাদ জি। এর আগে তিনি বলেছিলেন, মুসলিম নাম হওয়ার কারণে ব্রিটেনের ভিসা বাতিল হয়ে গিয়েছিল তাঁর। তখন তিনি বলেছিলেন, মাঝে মাঝে তাঁর ইচ্ছা হয় নাম বদলে সরোদ করে নিতে।

তাঁর কথায়, “২১ এর দশকে মনে হত সবকিছু শান্ত হয়ে যাবে। পড়াশোনা করে সকলে বুদ্ধিমান হবে। কিন্তু এখন শিক্ষাঙ্গন ব‍্যবসার জায়গা হয়ে উঠেছে। এই কারণেই হয়তো শিক্ষা আমাদের দয়ালু করতে পারছে না। আজও ধর্ম আর রঙ নিয়ে ভেদাভেদ হয়। মানুষ আরো হিংস্র হয়ে উঠছে।”

ভয়াবহ ৯/১১ র হামলার কথা স্মরণ করে উস্তাদজি বলেন, বিদেশে এখন ‘খান’ পদবি শুনলে আলাদা করে তল্লাশি চালানো হয়। আমজাদ আলি খান জানান, তাঁদের সঙ্গে এমন কিছু না হলেও বিদেশে গেলে সেখানকার বাসিন্দাদের মানসিক শান্তির জন‍্য স‍্যুট পরেন তাঁরা।

এখানেই শেষ নয়। উস্তাদজি আরো জানান, তাঁর দুই ছেলে আমান ও আয়ানের জন্মের পর তাদের পদবি বদলে দেন তাঁর স্ত্রী। শুধু ভারত নয়, আমজাদ আলি খানের মতে, গোটা বিশ্বেই ধর্মকে ঢাল করে রাজনীতি করা হচ্ছে। কিন্তু তিনি বিশ্বাস করেন, গোটা বিশ্বের একটাই ধর্ম। সেটা হল মনুষ‍্যত্ব। সমস্ত ধর্মের মানুষই তাঁর শ্রোতা বলে মন্তব‍্য করেন উস্তাদ আমজাদ আলি খান।


Niranjana Nag

সম্পর্কিত খবর