দেশের হয়ে আর রান করতে চাইছেন না কোহলি! BCCI-এর মাথাব্যথা বাড়লো বিস্ফোরক মন্তব্যে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের সামনেই দুটো বড় চ্যালেঞ্জ রয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপের (2023 ODI World Cup) মঞ্চে মাঠে নামবে খুব শীঘ্রই। গত বছর এশিয়া কাপের লজ্জাজনক হারের পর এই বছর নিজেদের প্রমাণ করতে মরিয়া বিরাট কোহলিরা। আর তারপরে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় অতিরিক্ত প্রত্যাশা চাপ থাকবে তাদের উপর। দুটি টুর্নামেন্টে কোনও অঘটন ঘটলে নভেম্বর মাসের শেষে কিছু বড় সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হবে বিসিসিআই (BCCI)।

বড় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট রবিন উথাপ্পা। তিনি একসময় ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন রবিন। ধীরে ধীরে আর নিয়মিত হয়ে উঠতে পারেননি ভারতীয় দলে। মাঝেমধ্যে আবার প্রত্যাবর্তন করেছেন কিন্তু সেটা কখনোই স্থায়ী ভাবে ছিল না।

Virat Kohli,Robin Uthappa,Sachin Tendulkar,Indian Cricket Team,Asia Cup 2023,2023 ODI World Cup,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

কোহলি কি চাইছেন:
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত সাফল্য পাওয়া উথাপ্পা জানিয়েছেন বিরাট কোহলি এখন আর নিজের রান বা ব্যক্তিগত রেকর্ডের কথা একেবারেই ভাবছেন না। তার লক্ষ্য হলো যে কোনো মূল্যে ভারতীয় দলকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়া।

আরও পড়ুন: রোহিত ও কোহলিকে পাত্তাই দেন না! কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানালেন তার স্বপ্নে আসা ক্রিকেটারের নাম

রবিনের বচন:
উথাপ্পা নিজের বক্তব্যে আরও বলেছেন, “বিরাট কোহলির রেকর্ড, রান সংখ্যা ইত্যাদি নিয়ে ক্রিকেটার স্বয়ং চিন্তিত নন। তার ভক্তরা বা আমাদের মত মানুষরাই এই ব্যাপারগুলো নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করি। বিরাট শুধু চান যে তার দল সফল হোক।”

আরও পড়ুন: ২২ গজে ফের একে অপরের বিরুদ্ধে নামছেন সচিন ও শোয়েব! এবার কোন টুর্নামেন্ট? জানুন বিস্তারিত

সামনেই বড় মাইলফলক:
এই মুহূর্তে বিরাট কোহলির ওডিআই ফরম্যাটে শতরান সংখ্যা ৪৬। এই ফরম্যাটে সবচেয়ে বেশি শতরানের মালিক সচিন টেন্ডুলকারের শতরান সংখ্যা ৪৯। সকলেই আশঙ্কা করছেন আসন্ন এশিয়া কাপে বা বিশ্বকাপে তাকে টপকে যাবেন বিরাট। কিন্তু উথাপ্পা জানাচ্ছেন যে সচিনকে টপকানো নিয়ে নয় বরং ভারতকে এশিয়া কাপ বা দেশের মাটিতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ জেতানোর ব্যাপারে বেশি আগ্রহী কোহলি।