আমার মধ্যে ভালো খেলার মশলা মজুত রয়েছে, তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফিরতে চান উথাপ্পা।

Published On:

রবিন উথাপ্পা 2007 সালে ভারত যখন টিটোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সেই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। সেই উথাপ্পা ফের ফিরতে চান ভারতের বিশ্বকাপ দলে, আবার খেলতে চান টিটিয়েন্টি বিশ্বকাপ। প্রাপ্তন এই নাইট তারকা মনে করেন ভালো খেলার জন্য একজন ক্রিকেটারের যে মশলা দরকার হয় সেই সব মশলা রয়েছে তার মধ্যে।

আইপিএলে বেশিরভাগ মরশুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রবিন উথাপ্পা। আইপিএপে সব মরশুম মিলিয়ে মোট 177 টি ম্যাচ খেলে 4411 রান করেছেন উথাপ্পা। এবার কলকাতা নাইট রাইডার্স ছেড়ে রাজস্থান রয়েলস দলে গিয়েছেন তিনি।

এই উথাপ্পা 2008 সালে জাতীয় দল থেকে বাদ পড়েন। তারপর থেকে তিনি ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল খেলছেন। আইপিএলে মোট 24 টি অর্ধ-শতারান রয়েছে তার। কলকাতার আইপিএল জেতায় বড় ভূমিকা পালন করেছিলেন উথাপ্পা।
এক ক্রিকেটীয় ওয়েবসাইট কে দেওয়া সাক্ষাৎকারে উথাপ্পা বলেছেন, ভালো ক্রিকেট খেলার সমস্ত মশলা আমার মধ্যে এখনো মজুত রয়েছে, আমার বিশ্বাস আমি এখনো একটা বিশ্বকাপ খেলতে পারবো বিশেষ করে টিটোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও উথাপ্পা জানিয়েছেন আমি আমি এখনও স্বপ্ন দেখি বিশ্বকাপ খেলার।

সম্পর্কিত খবর

X