অরুণকুমার থেকে কীভাবে উত্তম কুমার হলেন? মহানায়কের অজানা কাহিনি নিয়ে আসছে ‘অচেনা উত্তম’, রইল ট্রেলার

বাংলাহান্ট ডেস্ক: উত্তম কুমার (Achena Uttam) মানেই বাঙালির আবেগ। অরুণকুমার চট্টোপাধ‍্যায় থেকে উত্তম কুমার হয়ে বছরের পর বছর ধরে আপামর বাঙালির মন জয় করে এসেছেন তিনি। সাধে ‘মহানায়ক’ উপাধি পেয়েছেন। অনেক বছর আগেই পরলোক গমন করেছেন উত্তম কুমার। কিন্তু তাঁকে নিয়ে এখনো বাঙালির আগ্রহের শেষ নেই।

তাঁর পেশাগত জীবন থেকে ব‍্যক্তিগত জীবন, বহুবার উঠে এসেছে আতশকাঁচের তলায়। তবু উত্তম কুমারকে জানার যেন শেষ নেই। তাই টলিউডে আসছে উত্তম কুমারের বায়োপিক। তাও আবার একটা নয়, দু দুটো। তার মধ‍্যে থেকে অতনু বসুর পরিচালনায় ‘অচেনা উত্তম’ ছবির ট্রেলার এল প্রকাশ‍্যে।

   

IMG 20220701 210149
উত্তম কুমার এবং অরুণকুমার চট্টোপাধ‍্যায় যেন ট্রেলারে মিলেমিশে এক হয়ে গিয়েছেন। মহানায়কের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ‍্যায়। একটি দৃশ‍্যে তাঁকে বলতে শোনা যায়, গোটা ইন্ডাস্ট্রিকে তাঁকে একাই টানতে হয়। কিন্তু টলিউডের মহানায়ক হতে গিয়ে কতটা কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে? কতটা মানসিক চাপের মধ‍্যে দিয়ে গিয়েছিলেন উত্তম কুমার?

IMG 20220701 210040
সে সময়কার একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল মহানায়কের। তাতে গৌরী দেবীর সংসারে কতটা কী প্রভাব পড়েছিল তার ঝলকও উঠে এসেছে ট্রেলারে। প্রথম ঝলকেই দর্শক মনে বেশ প্রভাব ফেলেছে অচেনা উত্তম।

শাশ্বত চট্টোপাধ‍্যায় ছাড়াও ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। গৌরী দেবীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চ‍্যাটার্জিকে। সাবিত্রী চ‍ট্টোপাধ‍্যায়ের চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। সুপ্রিয়া দেবীর চরিত্রে রয়েছেন সায়ন্তনী রায়চৌধুরী এবং সুমিত্রা মুখোপাধ‍্যায়ের চরিত্রে দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ীকে। তরুণকুমার হয়েছেন বিশ্বনাথ বসু। আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে অচেনা উত্তম।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর