স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন পুজো, গণেশ চতুর্থীতে কী কী হত উত্তম কুমারের বাড়িতে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উত্তম কুমারের (Uttam Kumar) বাড়ির লক্ষ্মীপুজোর কথা তো সকলেই জানেন। ইন্ডাস্ট্রিতে এখনও প্রচলিত মহানায়কের বাড়ির জাঁকজমকের পুজো। তবে শুধু লক্ষ্মীপুজো নয়, মহানায়কের বাড়িতে মহা আড়ম্বরে হত গণেশপুজোও। উত্তম কুমার (Uttam Kumar) নিজে ময়রা স্ট্রিটের বাড়িতে প্রতিষ্ঠিত করেছিলেন গণেশের মূর্তি। নিজেই পুজোও করতেন। আর সে পুজো নাকি হত মুম্বইয়ের গণেশ পুজোর মতোই সাড়ম্বরে।

নিজের বাড়িতে গণেশ পুজো করতেন উত্তম কুমার (Uttam Kumar)

গণেশ চতুর্থীতে উত্তম কুমারের (Uttam Kumar) বাড়িতে ঢল নামত ইন্ডাস্ট্রির তারকাদের। মহানায়কের ঘনিষ্ঠ মহলে শোনা যায়, তৎকালীন বম্বে থেকেই নাকি গণেশ পুজোর রীতিনীতি জেনে এসেছিলেন তিনি। জানা যায়, বাংলার প্রথম নায়ক ছিলেন তিনিই যাঁর বাড়িতে প্রথম গণেশ পুজো হয়। হাতে গোনা হলেও বম্বেতে কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার (Uttam Kumar)। সেখানে থাকাকালীন পরিচালক অভিনেতা রাজ কাপুরের বাড়িতে গণপতি পুজোতে আমন্ত্রিত হয়েছিলেন তিনি।

Uttam kumar started ganesha puja in his house

কোথায় শিখেছিলেন পুজোর নিয়ম: শোনা যায়, সেখানে পুজোর জাঁকজমক দেখে তাজ্জব হয়ে যান উত্তম কুমার (Uttam Kumar)। সেখান থেকেই নিয়ম কানুন শিখে নাকি নিজের বাড়িতে গণেশ পুজোর সূচনা করেছিলেন মহানায়ক। তবে ইন্ডাস্ট্রিতে আরও একটি কাহিনিও প্রচলিত রয়েছে, আর তা রীতিমতো রোমাঞ্চকর।

আরও পড়ুন : স্টেশনে পৌঁছানোর আগেই কাটতে পারবেন টিকিট, মিলবে বড়সড় ছাড়ও! বড় চমক কলকাতা মেট্রোর

পুজোয় হত মহা ধুমধাম: শোনা যায়, উত্তম কুমার (Uttam Kumar) নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন। মুম্বই থেকে কলকাতায় ফেরার পর একদিন ভোরে উঠে সুপ্রিয়া দেবীকে তিনি জানান, স্বপ্নে গণেশ পুজো দেখেছেন তিনি। তাই তাঁকে গণেশ মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই মতোই ময়রা স্ট্রিটের বাড়িতে প্রতিষ্ঠিত হয় গণেশ মূর্তি। শোনা যায়, স্বপ্নে দেখা গণেশের সাজের মতোই নিজের বাড়ির গণেশকেও বাঙালিয়ানার ছাপ রেখে সাজিয়ে তুলেছিলেন মহানায়ক (Uttam Kumar)। নিত্যপুজোর ভার নিয়েছিলেন নিজেই। উত্তম কুমারের বাড়ির পুজোর জন্য হাওড়া ফুলবাজার থেকে পদ্মফুল এবং জুঁইফুলের মালা ছিল বাঁধাধরা। সঙ্গে থাকত সতীশ ময়রার দোকানে মোদক।

আরও পড়ুন : বড়পর্দায় ‘হোক কলরব’, যাদবপুরের আন্দোলন নিয়ে রাজের ছবি? মুখ খুললেন পরিচালক

গণেশ চতুর্থীতে ধুমধাম করে পুজো করতেন মহানায়ক। সুপ্রিয়া দেবী থাকতেন ভোগ রান্নার দায়িত্বে। মেনুতে থাকত খিচুড়ি, পোলাও, লাবড়া, আলুর দম, ছানার ডালনা, চাটনি, পায়েস, মিষ্টি আর সতীশ ময়রার মোদক। সন্ধ্যায় বসত জলসা। সেখানে নিজে গান গাইতেন উত্তম কুমার। ধুতি পাঞ্জাবিতে বাঙালিবাবু সেজেই গণেশ পুজোর জলসা মাতাতেন তিনি।