বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ টানাপড়েন শেষে সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill)। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ইতিমধ্যেই তা আইন হিসেবে গোটা দেশে কার্যকর হয়েছে। এরপর থেকেই বাংলা সহ দেশের নানান প্রান্তে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সেই প্রতিবাদ ঘিরে রাজ্যের নানান প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। ইতিমধ্যেই উত্তপ্ত মুর্শিদাবাদে (Murshidabad) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বিরোধীদের দিকেই আঙুল তুললেন তিনি।
ওয়াকফ আইন নিয়েও মন্তব্য করেছেন যোগী (Yogi Adityanath)!
গত শুক্রবার দুপুরের পর থেকে মুর্শিদাবাদের পরিস্থিতির অবনতি হতে শুরু করে। দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে এই শহর। উচ্চ আদালতের নির্দেশ মতো শনিবার রাত থেকেই মুর্শিদাবাদের নানান এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সামশেরগঞ্জ, সুতি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিয়েছে। বাহিনীর সঙ্গে গ্রামে গ্রামে ঘুরেছে পুলিশও। এবার এই নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
রবিবার লখনউয়ের একটি অনুষ্ঠান থেকে এই নিয়ে মুখ খোলেন যোগী (Yogi Adityanath)। তিনি বলেন, ‘ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় অব্যবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে, হিংসা হচ্ছে। এদিকে এই আইনের ফলে বঞ্চিতরা সুবিধা পাবেন। ওই জমি রাজস্ব রেকর্ডে ফিরে আসলে স্কুল, কলেজ, হাসপাতাল হবে’।
আরও পড়ুনঃ ৫ মাসের অন্তরে ফের মিড–ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্র, মাথাপিছু কত করে হল? দেখুন হিসেব
এদিকে শুক্রবার দুপুরের পর থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ। শনিবার অশান্তি চরমে ওঠে। রবিবার বিকেল অবধি সেখানকার পরিস্থিতি থমথমে হলেও, নতুন করে কোনও অশান্তির খবর আসেনি। রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি রাজীব কুমার ইতিমধ্যেই জানিয়েছেন, সবটা নিয়ন্ত্রণে চলে এসেছে।
এবার মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিরোধীরা ভয় পাচ্ছে বলেই এই রকম অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গেই বলেন, ওয়াকফ আইনের বিরোধিতায় অব্যবস্থা তৈরির চেষ্টা, হিংসা হচ্ছে। তবে এই আইন কার্যকর হলে আদতে বঞ্চিতরাই সুবিধা পাবেন বলে দাবি করেন তিনি।