প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষাই বাতিল যোগী রাজ্যে! বাংলায় কি হতে পারে এরকম? উঠছে বহু প্রশ্ন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় উত্তরপ্রদেশে বাতিল হয়ে গেল পুলিশ নিয়োগ পরীক্ষা। এক্স হ্যান্ডেলে এই কথা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী লিখেছেন, নির্দেশ দেওয়া হয়েছে রিজার্ভ সিভিল পুলিশ নিয়োগের পরীক্ষা বাতিল করার। এই পরীক্ষার ফের আয়োজন করা হবে আগামী ছয় মাসের মধ্যে। যুবকদের কঠিন অবস্থার সাথে যারা খেলা করছেন তাদের ছাড়া হবে না।

এক্স হ্যান্ডেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী লেখেন, কোনও রকম আপোস করা হবে না পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার সাথে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। গত ১৭ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয়। তবে সোশ্যাল মিডিয়ায় এই পরীক্ষার একটি পেপারের ছবি ভাইরাল হয়। অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁস হওয়ার।

আরোও পড়ুন : উচ্চমাধ্যমিক সেন্টারেই খেলা শুরু! যুবক-যুবতীর অশ্লীল কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল

তারপর উত্তরপ্রদেশ সরকার এই ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করল। এর আগে সরকারি চাকরির পরীক্ষায় বাংলায় ভুড়ি ভুড়ি বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে স্বজনপোষণ, টাকার বিনিময় চাকরি দেওয়া থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে নিয়োগের ক্ষেত্রে। বর্তমানে রাজ্যের একাধিক মন্ত্রী চাকরি দুর্নীতির অভিযোগে রয়েছেন কারাগারে।

একাধিক নিয়োগের পরীক্ষা নিয়ে চলছে তদন্ত। এই অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন, উত্তরপ্রদেশ সরকার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতেই গোটা পরীক্ষা বাতিল করল, উপযুক্ত তদন্তের আশ্বাস দিল। সেখানে বাংলার সরকার কেন এত অভিযোগ ওঠা সত্বেও পদক্ষেপ নিচ্ছে না? এই বিষয়গুলি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কেন চুপ? এমন অসংখ্য প্রশ্ন ঘুরে ফিরে আসছে বহু মানুষের মনে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X